Medical Surprising Story :দুই মায়ের গর্ভে জন্মাল এক সন্তান
Viral Story: দুই মায়ের গর্ভে জন্মাল এক সন্তান। ভালবেসে ঘর বাঁধেন সমকামী দুই তরুণী। তারপর সিদ্ধান্ত নেন মা হবার। একাধিক চিকিৎসকের পরামর্শে ইনভোসেল পদ্ধতিতে মা হন।
সমকামী এস্তাফানিয়া ও আজাহারা জন্ম দিলেন এর পুত্রের।দুই গর্ভে বড় হল একটিই ভ্রূণ।সন্তানের নাম রাখা হয়েছে ডেরেক এলয়।৯ মাস এক সন্তানকে গর্ভের ওম দিয়ে বড় করেছেন আজাহারা ও এস্তাফানিয়া।ভালবেসে ঘর বাঁধেন সমকামী দুই তরুণী।তারপর সিদ্ধান্ত নেন মা হবার।একাধিক চিকিৎসকের পরামর্শে ইনভোসেল পদ্ধতিতে মা হন।একটি ছোট ক্যাপসুলে ডিম্বানু ও শুক্রাণু রেখে স্থাপন করা হয় যোনিতে।৫ দিন পর সেই ক্যাপসুল বার করে নিষিক্ত ভ্রূণ পরীক্ষা করা হয়।তারপরে তা জরায়ুতে প্রতিস্থাপিত হয়।প্রথমে ভ্রূণ গঠিত হয় এস্তাফানিয়ার শরীরে।তারপরের ৯ মাস সন্তান বড় হয়ে ওঠে আজাহারার শরীরে।৩০ অক্টোবর জন্ম নেয় ডের…