Katwa: কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Nov 19, 2024 | 5:04 PM

অতীত থেকেই কাটোয়ায় চলে আসছে কার্তিকের লড়াই। কিন্তু কী এই লড়াই? স্থানীয়দের কথায় বহুকাল আগে বাবু সম্প্রদায়ের হাত ধরে শুরু হয়েছিল এই প্রথার। কালের ফেরে প্রাচুর্য কমলেও, বেশ জাঁকজমক করেই অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। জগদ্ধাত্রী পুজো শেষ হতে না হতেই, কার্তিক মাসের সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হন কার্তিকেয়। নবদম্পতিরা পুত্র সন্তান লাভের আশায় এই পুজো করে থাকলেও, কার্তিক পুজোয় এক ভিন্ন ছবি চোখে পড়ে কাটোয়ায়। ভিন্ন হলেও কাটোয়ায় এ এক প্রাচীন রীতি। অতীত থেকেই কাটোয়ায় চলে আসছে কার্তিকের লড়াই। কিন্তু কী এই লড়াই? স্থানীয়দের কথায় বহুকাল আগে বাবু সম্প্রদায়ের হাত ধরে শুরু হয়েছিল এই প্রথার। কালের ফেরে প্রাচুর্য কমলেও, বেশ জাঁকজমক করেই অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রা। আগে কাঁধে করে নিয়ে যাওয়া হতো কার্তিককে, সঙ্গে থাকত ঢাক, ঢোল, বাজনা। কোন বাবুর কত প্রাচুর্য্য এই কার্তিকের লড়াইয়ে দেখা হয় সেটাই। সেই থেকেই এই শোভাযাত্রার নাম হয়েছিল ‘কার্তিকের লড়াই’। বর্তমানে অত্য়াধুনিক বাদ্য়যন্ত্র, আলোকসজ্জার ব্য়বহার চোখে পড়ে এই শোভাযাত্রায়। বর্তমানে আনা হয় রাজস্থানী শিল্পীদেরও, তবে অতীতের সঙ্গে বর্তমানের শোভাযাত্রার বিস্তর ফারাক।

এক প্রবীণ নাগরিক এর কথায় কাটোয়ার প্রথম কার্তিক পুজো হয়েছিল হরিসভা পাড়ায়,সেই সময় বাবুরা আসতেন নৌকা করে। শুধু কার্তিকই নন, শোভাযাত্রায় থাকেন গনেশ, শিব-পার্বতী সহ বিভিন্ন দেবতা। তবে ঐতিহ্য় কিছু কমেনি বরং বৃদ্ধিই পেয়েছে, দাবি প্রবীণ ওই এলাকাবাসীর।