Infosys Share News: হুড়মুড়িয়ে পড়ল ইনফোসিসের শেয়ারে দাম, নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?

Jan 17, 2025 | 11:33 PM

Share Market News: গতকাল সামান্য বাড়লেও আজ আবার ১০৮.৬ পয়েন্ট পড়েছে নিফটি। আজ ১০ শতাংশ পড়েছে স্টারলিং অ্যান্ড রিনিউয়েবেলের শেয়ারের দাম পড়েছে ১০ শতাংশ। এ ছাড়াও আজ দাম পড়েছে কল্যাণ জয়েলার্স, তানিওয়ালা কেমিক্যালস, হাটসুন অ্যাগ্রো ও ইনফোসিসের।

গতকালের মত আজও দাম বাড়ল মাহিন্দ্রা ইপিসি ইরিগেশনের। আজ সর্বোচ্চ ২০ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার। এ ছাড়াও আজ সর্বোচ্চ ২০ শতাংশ দাম বেড়েছে বাজাজ হেলথকেয়ার সংস্থারও। এ ছাড়াও দাম বেড়েছে হিন্দুস্তান মোটরস, কোয়াড্র্যান্ট ফিউচার টেক ও বিএলএস ইন্টারন্যাশনালেরও।

গতকাল সামান্য বাড়লেও আজ আবার ১০৮.৬ পয়েন্ট পড়েছে নিফটি। আজ ১০ শতাংশ পড়েছে স্টারলিং অ্যান্ড রিনিউয়েবেলের শেয়ারের দাম পড়েছে ১০ শতাংশ। এ ছাড়াও আজ দাম পড়েছে কল্যাণ জয়েলার্স, তানিওয়ালা কেমিক্যালস, হাটসুন অ্যাগ্রো ও ইনফোসিসের।

Published on: Jan 17, 2025 05:34 PM