CWC 2023: ৫ রান করেও ভিভের বিশ্বকাপ জয়

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 6:51 PM

১৯৭৫এ ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপে দাপুটে দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল ফিল্ডিং নেন। ৬০ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩টে উইকেট যায় মাত্র ৫০ রানে। অধিনায়ক লয়েড সেঞ্চুরি করেন সেই ম্যাচে। রোহন করেন অর্ধশতরান।

১৯৭৫এ ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপে দাপুটে দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক ইয়ান চ্যাপেল ফিল্ডিং নেন। ৬০ ওভারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩টে উইকেট যায় মাত্র ৫০ রানে। অধিনায়ক লয়েড সেঞ্চুরি করেন সেই ম্যাচে। রোহন করেন অর্ধশতরান। তাঁদের জুটিতে ১৪৯ রান হয়। ভিভ রিচার্ডস আউট হন মাত্র ৫ রানে। ৬০ ওভারের শেষে ৮ উইকেটে ২৯১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট যায় মাত্র ২৫ রানে। ইয়ান চ্যাপেল ও অ্যালান টার্নার খেলার হাল ধরেন। কিন্তু ভিভ রিচার্ডস রান আউট করেন অ্যালান টার্নারকে। তিনি গ্রেগ চ্যাপেলকেও রান আউট করেন। দলের রান যখন ১৬২,তখন চ্যাপেলকে রান আউট করেন ভিভ রিচার্ডস। ভিভ ব্যাটে রান না পেলেও ৩টি রান আউট করেন। ৮ বল বাকি থাকতে অলআউট হয় অস্ট্রেলিয়া। লর্ডসের মাঠে বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন ক্লাইভ লয়েড।

Australia vs South Africa: ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস সিনেমা
Kiku Sharda: কোন কষ্ট লুকিয়ে হাসান কিকু শারদা?
Australia vs South Africa: ম্যাচ তো নয় যেন রুদ্ধশ্বাস সিনেমা
Kiku Sharda: কোন কষ্ট লুকিয়ে হাসান কিকু শারদা?