Kiku Sharda: কোন কষ্ট লুকিয়ে হাসান কিকু শারদা?
Comedian Kiku Sharda: ছোট পর্দার বড় কমেডিয়ান কিকু শারদার ভক্ত দেশ জুড়ে। তাঁর হাস্যরসের ভক্ত ৮ থেকে ৮০। পর্দায় তিনি মানেই হাসতে হাসতে চোখে জল এসে যায়। তবু হাসির নিচে চাপা পড়ে চোখের জল।
ছোট পর্দার বড় কমেডিয়ান কিকু শারদার ভক্ত দেশ জুড়ে। তাঁর হাস্যরসের ভক্ত ৮ থেকে ৮০। পর্দায় তিনি মানেই হাসতে হাসতে চোখে জল এসে যায়। তবু হাসির নিচে চাপা পড়ে চোখের জল। জুলাইয়ে মারা যান কিকুর মা। তার ২ মাসের মধ্যে বাবাকে হারান। অভিভাবক বিয়োগের এই কষ্ট চেপে রাখতে পারেননি কমেডিয়ান কিকু। তিনি ইনস্টাগ্রামে লেখেন মাকে ছাড়া জীবন অসম্পূর্ণ। তাঁর শোয়ের ফিডব্যাক দিতেন, ভুল ধরতেন মা। কিকুর সবচেয়ে বড় ফ্যান চলেন তাঁর মা। আর কিকুর বাব ছিলেন আত্মবিশ্বাসী ও পজিটিভ। মা মারা যাবার সময়ে কপিল শর্মার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন কিকু। শোয়ের মধ্যে হঠাৎ খবর পেয়ে কিকু ভেঙে পড়েন। তবু শো চালিয়ে যান। নেটিজেনরা কুর্নিশ জানান কিকুর এই মনোভাবকে। তাঁর সহকর্মীরা সমবেদনাও জানিয়েছেন। শোক কাটিয়ে উঠুন কিকু এমনই চাইছেন সবাই।