Bollywood Superstars: কেন শাহরুখের বাড়িতে খেলেন না আমির?
একই সময় বলিউডে পা রাখেন তিন খান। শাহরুখ, সলমন এবং আমির খান। বলিউডের তিন সুপার স্টার তখন সবে তাঁদের যাত্রা শুরু করেছেন। একই সঙ্গে ক্লিক করছিল না তাঁদের ছবি। কখনও চকোলেট বয় আমিরের ছবি হিট তো কখনও অ্যান্টি হিরো শাহরুখের ছবি কদর বাড়ছিল তাঁর ভক্তদের মধ্যে।
একই সময় বলিউডে পা রাখেন তিন খান। শাহরুখ, সলমন এবং আমির খান। বলিউডের তিন সুপার স্টার তখন সবে তাঁদের যাত্রা শুরু করেছেন। একই সঙ্গে ক্লিক করছিল না তাঁদের ছবি। কখনও চকোলেট বয় আমিরের ছবি হিট তো কখনও অ্যান্টি হিরো শাহরুখের ছবি কদর বাড়ছিল তাঁর ভক্তদের মধ্যে। ক্যারিয়ারের শুরুর ৫ থেকে ৭ বছর স্ট্রাগল করেন এই ৩ সুপারস্টার।
এরপর শাহরুখ তৈরি করেন তার স্বপ্নের বাড়ি মন্নত। বাড়ি তৈরির পর বেশ কয়েকবার আমির গিয়েছিলেন মন্নতে। মন্নত দেখে অভিভূত আমির একবার বলেন, মন্নতের ড্রেসিংরুমটাই তাঁর বাড়ির সমান। একবার শাহরুখ আমির মন্নতে লাঞ্চ করেন। সেই লাঞ্চের ছবি প্রকাশ্যে আসে। তা নিয়ে তৈরি হয় বিতর্ক।
কিন্তু কী এমন ছিল সেই ছবিতে? দেখা যায় পাশাপাশি বসে লাঞ্চ করছেন শাহরুখ ও আমির। কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন আমির খান। তবে কি বন্ধুর বাড়িতে অন্নগ্রহন করতে কোনও অসুবিধা আছে তাঁর! পরে জানা যায় এর কারণ। আসলে তখন একটি ছবির জন্য বিশেষ ডায়েট প্ল্যানের মধ্যে ছিলেন আমির খান। তবে যেহেতু বন্ধুকে কথা দিয়েছিলেন একসঙ্গে লাঞ্চ করবেন তাই এইরকম ব্যবস্থা করেন আমির খান। তবে সাম্প্রতিককালে তিন খানকে একসঙ্গে খুব একটা দেখা যায় না। আমির তার কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। তার জন্যই এখন সাময়িক বিরতি।