Yuvraj Singh Biopic: হয়েও হল না যুবির বায়োপিক

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 07, 2023 | 7:29 PM

ক্রিকেটার যুবরাজ সিং এর কেরিয়ার ও জীবন যেন আস্ত একটা সিনেমা। ক্যারিয়ারের চূড়ান্ত সময় তাঁর ভক্তসংখ্যা ছিল বিপুল। টিম থেকে বাদ পড়া, কাম ব্যাক। ক্যানসার আক্রান্ত হয়েও ক্যানসার জয় করেন 'যুবি স্ট্রং'। এরই মধ্যে ভেঙেছে প্রেম, বলিউডি অভিনেত্রী সঙ্গে নাম জড়িয়েছে।

ক্রিকেটার যুবরাজ সিং এর কেরিয়ার ও জীবন যেন আস্ত একটা সিনেমা। ক্যারিয়ারের চূড়ান্ত সময় তাঁর ভক্তসংখ্যা ছিল বিপুল। টিম থেকে বাদ পড়া, কাম ব্যাক। ক্যানসার আক্রান্ত হয়েও ক্যানসার জয় করেন ‘যুবি স্ট্রং’। এরই মধ্যে ভেঙেছে প্রেম, বলিউডি অভিনেত্রী সঙ্গে নাম জড়িয়েছে। এ তো আস্ত চলচ্চিত্রের প্রেক্ষাপট! এসব কারণে করণ জোহর চান যুবরাজ সিংয়ের ওপর একটি বায়োপিক তৈরি করতে।

চূড়ান্ত কথাবার্তার পরেও কেন হল না যুবির বায়োপিক? করণ জোহর ও যুবরাজের মত পার্থক্যে থমকে যায় বায়োপিকের ভাবনা। যুবির ইচ্ছে ছিল রণবীর কাপুর বা ঋতিক রোশনের মধ্যে কেউ অভিনয় করুন তাঁর চরিত্রে। কিন্তু করণ জোহর চান সিদ্ধান্ত চতুর্বেদীকে নিতে। করণের যুক্তি সিদ্ধান্তের সঙ্গে যুবরাজের মুখের মিল আছে। পরবর্তীকালে যুবরাজ রাজি হলেও করণ জোহর ততদিনে অন্য প্রজেক্টে ব্যস্ত। তাই আর হয়নি যুবরাজের বায়োপিক।