Shahid Kapoor: বিনা পয়সায় অভিনয় করেন শাহিদ কাপুর
Bollywood News: এক সাক্ষাৎকারে অভিনেতা শাহিদ কাপুর বলেন। তিনি বিনা পয়সায় অভিনয় করেছেন একটি ছবিতে। তাঁকে পারিশ্রমিক দেওয়ার সাধ্য ছিল না, পরিচালকের। ছবির নাম 'হায়দার'
এক সাক্ষাৎকারে অভিনেতা শাহিদ কাপুর বলেন। তিনি বিনা পয়সায় অভিনয় করেছেন একটি ছবিতে। তাঁকে পারিশ্রমিক দেওয়ার সাধ্য ছিল না, পরিচালকের। ছবির নাম ‘হায়দার’। ২০১৪ এ পরিচালক বিশাল ভরদ্বাজের ছবি। সেই ছবিতে শাহিদকে তাঁর যোগ্য পারিশ্রমিক দিতে গেলে হত না ছবিটাই। এতটাই কম ছিল সেই ছবির বাজেট।
শাহিদ কাপুর ছিলেন হায়দার মীরের ভূমিকায়। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কে কে মেনন, তব্বু, ইরফান খান, শ্রদ্ধা কাপুর । ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছিলেন শাহিদ। গবেষণাধর্মী চিত্রনাট্য । জম্মু ও কাশ্মীরের পটভূমিকায় তৈরি এই ছবি। তাই তিনি রাজি হয়ে যান ছবিটিতে অভিনয় করতে। তবে কি আরও কোনও ছবিতে বিনা পয়সায় অভিনয় করেছেন শাহিদ কাপুর? শাহিদ বলছেন পারিশ্রমিক ছাড়া সিনেমায় অভিনয় সেই প্রথম, সেই শেষ। ‘জব উই মেট’ বা ‘কবীর সিং’ কোনটাই শাহিদ পারিশ্রমিক ছাড়া করেননি।