Panchayat Election 2023 News Update: কাঁটাতারের ওপারের ভোটাররা…

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 27, 2023 | 9:13 PM

ভোট আসে ভোট যায়, কোন চিত্রই পালটায় না কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী ভারতীয়দের। এমনকি মূল সমস্যার সুরাহা হয় না বলেই আক্ষেপ স্থানীয়দের।

ভোট আসে ভোট যায়, কোন চিত্রই পালটায় না কাঁটাতারের ওপারের ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী ভারতীয়দের। এমনকি মূল সমস্যার সুরাহা হয় না বলেই আক্ষেপ স্থানীয়দের। আবার একবার ভোট এসেছে৷ প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা ঝুড়ি ঝুড়ি আশ্বাস দিচ্ছেন। কিন্তু আর আশ্বাস নয়৷ সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান চাইছেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার কাঁটাতারের ওপারের বাসিন্দারা৷

দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে৷ প্রায় ২৫০ কিলোমিটার সীমান্তের মধ্যে এখনো প্রায় ৩০ কিলোমিটার কাঁটাতার উন্মুক্ত। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকাতেই কাঁটাতারের ওপারে বেশ কয়েকটি ভারতীয় গ্রাম রয়েছে৷ ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও তারা এখনো স্বাধীনতার কোন স্বাদ পাননি। কারণ সীমান্তে বসবাস করার কারণে তারা আর পাঁচজন ভারতীয়র মত সুযোগ সুবিধা পান না। এমনকি স্বাধীন ভাবে চলাচল পর্যন্ত করতে পারেন না। বিএসএফ তল্লাশির নামে অযথা হয়রানি করে বলেও অভিযোগ। রাস্তাঘাট, পানীয় জল সহ একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত সীমান্তবাসীরা৷ এবারে পঞ্চায়েত নির্বাচনের আগে কাঁটাতারের ওপারের বাসিন্দাদের একটাই দাবি খেয়াল খুশি মত চলার স্বাধীনতা পেলেই হবে। আর অন্য কিছু চাইনা। সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের৷ কোন দিন নির্দিষ্ট সময়ের পর গ্রামে ঢুকতে গেলে দেওয়া হয় না প্রবেশ করতে৷ যা নিয়ে পড়ুয়াদের মধ্যেও ক্ষোভ রয়েছে৷

যদিও এনিয়ে বিজেপি বিধায়কের দাবি সীমান্ত এলাকায় চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে৷ যা সকলকেই মেনে চলা উচিত। পাশাপাশি সীমান্তে নতুন করে কাঁটাতার দেওয়া হবে। যা গ্রাম গুলির পিছন দিয়ে কাঁটাতার হবে৷ এই কাঁটাতার হলে পরে সমস্যা অনেকটাই মিটবে।

যদিও শাসক দল তৃণমূল নেতৃত্বের দাবি, শুধুমাত্র নির্বাচন এলেই আমরা আসি না। ভোটের আগেও এবং পরেও নিয়মিত আসি আমরা। গ্রামকে বাঁচিয়ে নতুন করে কাঁটাতার হবে। সেটা হলে অনেকটাই সমস্যা মিটবে। কিন্তু সীমান্তের বিষয়টি মূলত কেন্দ্রের অধীনস্থ৷ সেখানে রাজ্যের কিছু করার থাকে না।