Kolkata Weather: সকাল থেকেই মুখভার আকাশের, কতদিন চলবে?
Weather Forecast: দুপুর ১টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। ঘূর্ণিঝড়ের লেজের ঝাপটাতেই এই দশা। আর এখনও কতক্ষন লাগবে দুর্যোগ কাটতে। ডপলার র্যাডার ক্রমাগত ছবি পাঠিয়ে চলেছে প্রতিটা মুহূর্তের। আকাশে কত মেঘ আসছে। কোথায় কোথায় সেই মেঘ উড়ে যাচ্ছে ইত্যাদি।
দুপুর ১টা পর্যন্ত ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। ঘূর্ণিঝড়ের লেজের ঝাপটাতেই এই দশা। আর এখনও কতক্ষন লাগবে দুর্যোগ কাটতে। ডপলার র্যাডার ক্রমাগত ছবি পাঠিয়ে চলেছে প্রতিটা মুহূর্তের। আকাশে কত মেঘ আসছে। কোথায় কোথায় সেই মেঘ উড়ে যাচ্ছে ইত্যাদি।
ভিড়ে ঠাসা হাওড়া ষ্টেশনে নেমে গঙ্গার পাড়ে এসে দাঁড়ালে দেখা যায় ওপারে একটা বাড়ির ছাদে বিশাল একটা সাদা ফুটবলের মতো কিছু। ইডেন গার্ডেনের বি ব্লক থেকেও দেখা যায় বিশাল ফুটবলটা। না ওই ফুটবল আদতে কোনও ক্রীড়া সংস্থা বা ফুটবল অ্যাসোসিয়েশনের দফতর নয়। ওটা আসলে একটি র্যাডার। এই যে সারদিন রিমঝিম রিমঝিম বা টুপটাপ সেটার খবর দেয় ওই গোলাকার র্যাডার। ডপলার ওয়েদার র্যাডার (Doppler Weather Radar) নির্ভুলভাবে একদম নিখুঁত পূর্বাভাস দেয়।
প্রযুক্তির উন্নতি হয়েছে। আরও অনেক নতুন নতুন যন্ত্র এসেছে। ফলে পূর্বাভাস দেওয়া এখন অনেক সঠিক হয়েছে। নিখুঁত হয়েছে। নির্ভুল ভাবে পাওয়া যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। আর এই র্যাডার যখন থেকে এসেছে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া অনেক সহজ ও সঠিক হয়েছে।