WITT 2024: প্রধানমন্ত্রী মোদীর রেকর্ড একদম পরিষ্কার: গৌরব ভাটিয়া
কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাংসদ প্রমোদ তিওয়ারি দুর্নীতির ইস্যুতে বিজেপির দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করেন। পরমূহুর্তেই তাঁর বক্তব্যের জবাব দিলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। প্রমোদ তিওয়ারিকে তিনি স্মরণ করিয়ে দেন যে গত দশ বছরে মোদী সরকারের দিকে কেউ কোনও দুর্নীতি বা বেনিয়মের আঙুল তুলতে পারেনি।
কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাংসদ প্রমোদ তিওয়ারি দুর্নীতির ইস্যুতে বিজেপির দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের মতামত তুলে ধরার চেষ্টা করেন। তাঁর বক্তব্য, দুর্নীতির ইস্যুতে বিজেপি যা কথা দেয়, তার সঙ্গে কাজের ফারাক রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে অজিত পাওয়ারের উদাহরণও টেনে আনেন তিনি। উল্লেখ্য, অজিত পাওয়ারের এনসিপি এখন বিজেপির বন্ধু দল। পাওয়ারের প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘বিজেপির কেউ দুর্নীতি করলে তখন সেটা শিষ্টাচার, অন্য কেউ দুর্নীতি করলে তখন তা দুর্নীতি।’
পরমূহুর্তেই তাঁর বক্তব্যের জবাব দিলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। প্রমোদ তিওয়ারিকে তিনি স্মরণ করিয়ে দেন যে গত দশ বছরে মোদী সরকারের দিকে কেউ কোনও দুর্নীতি বা বেনিয়মের আঙুল তুলতে পারেনি। কড়া জবাব দিয়ে বিজেপি মুখপাত্র বলেন, ‘গত দশ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারে কোনও দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী মোদীর রেকর্ড একদম পরিষ্কার।’