WITT 2024: দুর্নীতি করে বিজেপিতে এলেও কারওর উপর থেকে কেস সরায়নি বিজেপি: অমিত শাহ

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Feb 27, 2024 | 11:08 PM

WITT: কমনওয়েলথ থেকে সাবমেরিন, এমনকি পাতালেও দুর্নীতি! ভারতবর্ষের সবচেয়ে ভাল উকিল কংগ্রেসেই আছে... দুর্নীতি করে বিজেপিতে এলেও কারওর উপর থেকে কেস সরায়নি বিজেপি: অমিত শাহ

ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই এটা। কংগ্রেস এমপির বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেলে তার বিরুদ্ধে তদন্ত চলবে না? দুর্নীতি থেকে গরুপাচার, কয়লা পাচার―সকলের বিরুদ্ধে তদন্ত হবেই। কমনওয়েলথ থেকে সাবমেরিন, এমনকি পাতালেও দুর্নীতি! ভারতবর্ষের সবচেয়ে ভাল উকিল কংগ্রেসেই আছে… দুর্নীতি করে বিজেপিতে এলেও কারওর উপর থেকে কেস সরায়নি বিজেপি… ইন্ডিয়া জোট হল সাত ক্ষমতালোভী পরিবারের জোট। যারা নিজেদের ছেলেমেয়েদের কিংবা পরিবারের সদস্যদের মন্ত্রী বানাতে চান… মমতাজি চাইছেন ভাইপোকে ক্ষমতায় বসাতে, লালুজি চাইছেন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করতে। স্ট্যালিনও তাই চাইছেন। উদ্ধব ঠাকরেরও লক্ষ্য একই: অমিত শাহ