WITT 2024: ইডি যত অভিযান করে যা কিছু বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে মাত্র ৫ শতাংশ রাজনৈতিক নেতাদের: অমিত শাহ

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Feb 27, 2024 | 11:20 PM

WITT 2024: দেশের সেরা আইনজীবীরা তো কংগ্রেসেই রয়েছেন। আর কংগ্রেসের তো এই অভিযোগ তোলাই উচিত নয়। ইন্দিরাজি জরুরি অবস্থা জারি করে সমস্ত বিরোধীদেরই জেলে পাঠিয়ে দিয়েছিলেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন। এরা গণতন্ত্রের কথা বলেন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করছি। কংগ্রেসের এক সাংসদের বাড়ি থেকে ৩৫০ কোটি নগদ উদ্ধার হচ্ছে। ওরা বলবে, কোনও তদন্ত হবে না কারণ আমি সাংসদ। তৃণমূলের মন্ত্রীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। মেশিন কম পড়ছিল। তারপরও বলবে তদন্ত করবে না। নিয়োগে দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার করবে, তারপরও বলবে আমাদের বিরুদ্ধে তদন্ত করো না। এই দেশে কী আদালত নেই? ইডি যত অভিযান করে যা কিছু বাজেয়াপ্ত করেছে, তার মধ্যে মাত্র ৫ শতাংশ রাজনৈতিক নেতাদের। ৫৫ শতাংশ বাজেয়াপ্তের রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। এই দাবি তারাই করে যারা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছে। ১০ বছরে ১২ লক্ষ কোটির দুর্নীতি করেছে। কিছু ছাড়েনি। আকাশ থেকে মাটি, কমনওয়েলথ থেকে মাটির নীচে কয়লার দুর্নীতি করেছে। আদালতে যাও। জামিন নাও। দেশের সেরা আইনজীবীরা তো কংগ্রেসেই রয়েছেন। আর কংগ্রেসের তো এই অভিযোগ তোলাই উচিত নয়। ইন্দিরাজি জরুরি অবস্থা জারি করে সমস্ত বিরোধীদেরই জেলে পাঠিয়ে দিয়েছিলেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছিলেন। এরা গণতন্ত্রের কথা বলেন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ