‘মুখের কথায় জাগলারি… বিশ্বাস করবেন না’, ‘ড্যামেজে’র কথা বললেন কুণাল
Kunal Ghosh: সিএএ-তে আবেদন করেও অনেকে নাগরিকত্ব পাননি এখনও। এই পরিস্থিতিতে বিজেপিকে ফের একবার কাঠগড়ায় তুলছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপির মুখের কথায় বিশ্বাস করা উচিত নয়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাংলা সফরে আসছেন, তা ড্যামেজ কন্ট্রোল করার জন্যই।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই মতুয়াদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। তাঁরা নাগরিকত্ব পাবেন কি না, ভোটার তালিকায় থাকবেন কি না, তা বুঝতে পারছেন না অনেকেই। সিএএ-তে আবেদন করেও অনেকে নাগরিকত্ব পাননি এখনও। এই পরিস্থিতিতে বিজেপিকে ফের একবার কাঠগড়ায় তুলছে তৃণমূল।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিজেপির মুখের কথায় বিশ্বাস করা উচিত নয়। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাংলা সফরে আসছেন, তা ড্যামেজ কন্ট্রোল করার জন্যই। মতুয়াদের অনেক ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন কুণাল।
Latest Videos

