কেমন হবে পৃথিবীর শেষ দিন

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 03, 2023 | 5:21 PM

বাতাসের অক্সিজেন প্রাণবায়ু। বায়ুমণ্ডলের ২১% অক্সিজেন। বহু প্রজাতির জীবের বেঁচে থাকার কারণ অক্সিজেন। ৪.৫ বিলিয়ন বছর পূর্বে পৃথিবী তৈরির সময়ে কেমন ছিল বায়ুমণ্ডল? বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্প ছিল অনেক বেশি মাত্রায়।

বাতাসের অক্সিজেন প্রাণবায়ু। বায়ুমণ্ডলের ২১% অক্সিজেন। বহু প্রজাতির জীবের বেঁচে থাকার কারণ অক্সিজেন। ৪.৫ বিলিয়ন বছর পূর্বে পৃথিবী তৈরির সময়ে কেমন ছিল বায়ুমণ্ডল? বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্প ছিল অনেক বেশি মাত্রায়। আজ থেকে ২.৪ বিলিয়ন বছর আগে হয় গ্রেট অক্সিডেশন ইভেন্ট। ভবিষ্যতে বায়ুমণ্ডলীয় অক্সিজেনখুব কমে যাবে মত বিজ্ঞানীদের।

এক বিলিয়ন বছর পরে অক্সিজেনের ঘাটতিতে আসবে বিরাট পরিবর্তন। এর ফলে ২.৪ বিলিয়ন বছর আগের গ্রেট অক্সিডেশন ইভেন্টের মতো পরিস্থিতি হবে। অক্সিজেনের পরিমাণ এক মিলিয়ন গুণ কমে যাবে। বায়ুমণ্ডলের ডিঅক্সিজেনেশন ও বায়ুমণ্ডলের অক্সিজেনের আর্কিয়ান স্তরে কমছে। গোটা পৃথিবী জুড়ে গ্রিনহাউস পরিস্থিতি শুরুর আগে ডিঅক্সিজেনেশন শুরু হবে। বায়ুমণ্ডলের আগে ব্যাপক ক্ষতি হবে জল স্তরে। সূর্যের তাপ পরিবর্তিত হবে তাতে অক্সিজেনের সঙ্গে কমবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও। এতে উদ্ভিদের ওপরও ব্যপক প্রভাব পড়বে।