Saltlake News: ‘কাছেই বাড়ি’, এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই…বিপদ ঘটলে সেই দায় কার?
মায়ের সঙ্গে রোজের মতোই স্কুটিতে চেপে স্কুলে এসেছিল সে। রোজের মতোই হয়ত হেলমেটটা পরা ছিল না। রোজ প্রাণ নিয়ে বাড়ি ফেরা গেলেও গতকাল আর ফেরা গেল না। কলকাতার সল্টলেক মোড় সাক্ষী থাকল এক মর্মান্তিক দুর্ঘটনার।
সল্টলেক: রোজের মতোই স্কুল ছিল বাচ্চাটির। কিন্তু রোজের মতো আর বাড়ি ফেলা হল না। দুই বাসের রেষারেষিতে স্কুটিতে এসে ধাক্কা। তাতেই প্রাণ চলে গেল ছোট্ট শিশুটির। মায়ের সঙ্গে রোজের মতোই স্কুটিতে চেপে স্কুলে এসেছিল সে। রোজের মতোই হয়ত হেলমেটটা পরা ছিল না। রোজ প্রাণ নিয়ে বাড়ি ফেরা গেলেও গতকাল আর ফেরা গেল না। কলকাতার সল্টলেক মোড় সাক্ষী থাকল এক মর্মান্তিক দুর্ঘটনার।
সাধারণত, একটি ঘটনা আমাদের চোখ খুলে দেয়। বোধ জাগায়। যেখানে গলদ থাকে সেখানটা শুধরে নিয়ে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। কিন্তু সেটা আর হল কই। মর্মান্তিক ঘটনার ২৪ ঘণ্টা কাটলেও সচেতনতা ফেরেনি। দুচাকা ছুটিয়ে বাচ্চাদের অভিভাবকরা ছুটলেও তাঁদের নিরাপত্তা বিষয়টি কতটা ভাবাচ্ছে তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। কারণ, বেশিরভাগ অভিভাবকেরই মাথায় নেই হেলমেট। কেউ তো আবার বাচ্চার মাথাতেও হেলমেট পরাতে ভুলেছেন। প্রশ্ন করাতে কারও থেকে জবাব আসে, সময়ের বড্ড অভাব, হেলমেট পরব কখন। কারও যুক্তি আবার, ওই যে বাড়ি দেখা যাচ্ছে এইটুকুর জন্যও হেলমেট! সচেতনার এহেন ভাঁটা দেখে প্রশ্ন ওঠে, কত মায়ের কোল খালি হলে হেলমেট পরা যায়!