Slowdown in Four-Wheeler Sales: ছোট গাড়ির বাজারে ধ্বস
এন্ট্রি লেভেল গাড়ির বিক্রির বাজারে ধ্বস নেমেছে। ২০২৩এ ছোট গাড়ি বিক্রি কমেছে ৭৫%। গত ৫ বছরের মধ্যে এরকম আগে কখনও হয়নি। কেন ভারতীয়দের ছোট গাড়ি কিনতে অনীহা? ভারতীয়দের মধ্যে এই এন্ট্রি লেভেলের গাড়ির মূল উপভোক্তা গ্রামাঞ্চলের মানুষজন।
এন্ট্রি লেভেল গাড়ির বিক্রির বাজারে ধ্বস নেমেছে। ২০২৩এ ছোট গাড়ি বিক্রি কমেছে ৭৫%। গত ৫ বছরের মধ্যে এরকম আগে কখনও হয়নি। কেন ভারতীয়দের ছোট গাড়ি কিনতে অনীহা? ভারতীয়দের মধ্যে এই এন্ট্রি লেভেলের গাড়ির মূল উপভোক্তা গ্রামাঞ্চলের মানুষজন। তারা ছোট গাড়ির তুলনায় এখন ঢুকেছে দু চাকার যানবাহনে। অটোমোবাইল ও বাজার বিশেষজ্ঞদের মতে এতেই পড়েছে চার চাকার ছোট গাড়ির বাজার।
২০২৩ জুন থেকে সেপ্টেম্বরে ছোট গাড়ির বিক্রি হয়েছে ৩৫,০০০ ইউনিট। বাইকের বিক্রি কমেছে ৩৯%। স্কুটির বিক্রি কমেছে ২৫ %। অটোমোবাইল বাজারে বড় ভূমিকা গ্রামীণ অর্থনীতির। আর সেই অর্থনীতিতেই টান পড়েছে। ২০২৩এ অনিয়মিত বৃষ্টিপাত চাষে প্রভাব ফেলেছে।
চাল ও গমের রপ্তানির উপর নিষেধাজ্ঞার ফলেও গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়েছে। এরফলে গ্রামীণ কৃষিতে মজুরি কম হয়েছে । একই সঙ্গে মূল্যবৃদ্ধির ফলে গ্রামীণ জনগোষ্ঠীর আয়ের তুলনায় ব্যায় বেড়েছে।