Affordable and Safe Cars: কম দামে সুরক্ষিত গাড়ি
গাড়ির সুরক্ষার জন্য ভারত সরকার শুরু করেছে ক্র্যাশ টেস্ট। চারচাকা কোম্পানিগুলি তাদের সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করেছে। এতে দাম বাড়ছে চারচাকা গাড়ির। বাজারে রয়েছে ১০ লক্ষ টাকার কমে বেশ কিছু গাড়ি, যা সুরক্ষার নিরিখে পেয়েছে ৫ তারা। গাড়িগুলিতে রয়েছে সুরক্ষার একাধিক সুবিধা।
গাড়ির সুরক্ষার জন্য ভারত সরকার শুরু করেছে ক্র্যাশ টেস্ট। চারচাকা কোম্পানিগুলি তাদের সুরক্ষা ব্যবস্থা আঁটসাঁট করেছে। এতে দাম বাড়ছে চারচাকা গাড়ির। বাজারে রয়েছে ১০ লক্ষ টাকার কমে বেশ কিছু গাড়ি, যা সুরক্ষার নিরিখে পেয়েছে ৫ তারা। গাড়িগুলিতে রয়েছে সুরক্ষার একাধিক সুবিধা। আছে এমার্জেন্সি ব্রেকিং, অ্যান্টি লক ব্রেকিং ও এয়ারব্যাগ।
ভারতের সবচেয়ে সস্তা সুরক্ষিত গাড়ি টাটা পাঞ্চ। এর দাম ৬ লক্ষ টাকা। অ্যাডাল্ট সেফটি রেটিং ৫ স্টার। চাইল্ড সেফটি রেটিং ৪ স্টার। ক্র্যাশ টেস্টে ৪৯ পয়েন্টের মধ্যে ৪০.৮৯ পয়েন্ট পেয়েছে এই গাড়িটি। টাটা আলট্রোজ এর দাম ৬ লক্ষ ৬০ হাজার টাকা। সেফটি রেটিং ৫ স্টার। সস্তায় সুরক্ষিত গাড়ির তালিকায় রয়েছে নিশান ম্যাগনাইট, মহিন্দ্রা এক্সইউভি ৩০০ ও রেনল্ট কিগার।