Honda Shine 125: হন্ডার সস্তা বাইক কিনতে মানুষের ঢল
হন্ডা সাইন ১২৫ বাইক কিনতে ঝাঁপিয়ে পড়ল ৩০ লক্ষ মানুষ। লাইন লেগেছে হন্ডার শোরুমে। গোয়া, গুজরাত ও মহারাষ্ট্রে ৩০ লক্ষ ইউনিট হোন্ডা সাইন ১২৫ বিক্রি হল। এটি সাইনের ডিস্ক ভ্যারিয়েন্ট বাইক।
হন্ডা সাইন ১২৫ বাইক কিনতে ঝাঁপিয়ে পড়ল ৩০ লক্ষ মানুষ। লাইন লেগেছে হন্ডার শোরুমে। গোয়া, গুজরাত ও মহারাষ্ট্রে ৩০ লক্ষ ইউনিট হোন্ডা সাইন ১২৫ বিক্রি হল। এটি সাইনের ডিস্ক ভ্যারিয়েন্ট বাইক। হন্ডা সাইন এর ডিস্ক ভ্যারিয়েন্টের তুলনায় ড্রাম ভেরিয়েন্টের দাম অনেকটাই কম। ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ৮৩,৮০০ টাকা। ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৭৯,৮০০ টাকা।
দাম ছাড়াও বাইকটি সাশ্রয় দিচ্ছে মাইলেজ। এক লিটার তেলে ৫৫ কিলোমিটার মাইলেজ দিচ্ছে হণ্ডা ১২৫ ড্রাম ভ্যারিয়েন্ট। হন্ডা জানাচ্ছে তাদের বাজারের ৫৭% দখল করে 125 সিসির মোটরসাইকেল।
ড্রাম ভ্যারিয়েন্ট ছাড়াও হন্ডার বেস্ট সেলিং বাইক ডিস্ক Shine ১২৫ সিসি ও SP ১২৫। হন্ডার লাইনআপে আছে ১০০ সিসির সাইন যার দাম ৬৫,০০০। তার মাইলেজও দারুণ। ভারতীয় বাইকের বাজারে হন্ডার বাইক দাম ও মাইলেজেই কেবল সাশ্রয়ী নয় লুকেও দুর্দান্ত।