World’s Lonliest House: বিশ্বের নিঃসঙ্গতম বাড়ি
চারিদিকে সুনীল সমুদ্রের জলরাশি মাঝখানে একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেই দ্বীপের ওপর একটি সাদা বাড়ি। আইসল্যান্ডের দক্ষিণে এলিডে দ্বীপে এই বাড়ি। ভেস্টমানাইয়ার আর্কিপিলাগোয় একটি বিচ্ছিন্ন অঞ্চলে এই দ্বীপ। ৩ শতাব্দী আগে এই দ্বীপে মানুষ বসবাস করত। ৫টি পরিবার বসবাস করত এখানে। পশুপালন, চাষবাস ও মৎস্য শিকার করে তারা জীবিকা নির্বাহ করত।
চারিদিকে সুনীল সমুদ্রের জলরাশি মাঝখানে একটা বিচ্ছিন্ন দ্বীপ। সেই দ্বীপের ওপর একটি সাদা বাড়ি। আইসল্যান্ডের দক্ষিণে এলিডে দ্বীপে এই বাড়ি। ভেস্টমানাইয়ার আর্কিপিলাগোয় একটি বিচ্ছিন্ন অঞ্চলে এই দ্বীপ। ৩ শতাব্দী আগে এই দ্বীপে মানুষ বসবাস করত। ৫টি পরিবার বসবাস করত এখানে। পশুপালন, চাষবাস ও মৎস্য শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। বাড়িটি ১৯৩০এ তৈরি করে এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন।
১৯৫০ এখানে বসবাসকারি শেষ পরিবার দ্বীপটি ত্যাগ করে চলে যায়। নিঃসঙ্গ এই দ্বীপ নিয়ে রয়েছে অনেক গল্প। এক ধনকুবের নাকি এই বাড়ি বানান জম্বি হানা থেকে বাঁচতে। কেউ বলেন প্রখ্যাত গায়ক বিয়র্ককে বাড়িতে উপহার দেন আইসল্যান্ড সরকার। কেউ বলেন বাড়িটি এক সাধুর বাসস্থান ছিল। রহস্যময় এই বাড়ির অবস্থান। অনেকেই একে পৃথিবীর নিঃসঙ্গ বাড়ি বলেও মনে করেন।