Murshidabad: যুবতীকে নগ্ন করে ভিডিয়ো করে সহবাস, কাঠগড়ায় সিভিক

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2024 | 6:36 PM

Murshidabad: প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল এক সিভিক ভলান্টিয়রের। সেই ঘটনার পর কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল সিভিকের ভূমিকা। তারপরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিভিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। এ দিন মুর্শিদাবাদের ডোমকল থেকেও উঠল সেই একই অভিযোগ।

Murshidabad: যুবতীকে নগ্ন করে ভিডিয়ো করে সহবাস, কাঠগড়ায় সিভিক
সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডোমকল: মহিলাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার সহবাসের অভিযোগ। শুধু তাই নয়, ছবি তুলে তা ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে। কাঠগড়ায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়র। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে নাম জড়িয়েছিল এক সিভিক ভলান্টিয়রের। সেই ঘটনার পর কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল সিভিকের ভূমিকা। তারপরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সিভিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। এ দিন মুর্শিদাবাদের ডোমকল থেকেও উঠল সেই একই অভিযোগ।

জানা যাচ্ছে, অভিযুক্ত সিভিক মহিলাকে নগ্ন করে ছবি ভিডিয়ো তোলে। এরপর ব্ল্যাকমেইল করতে থাকে সহবাসের। এরপর নিগৃহীতা ডোমকল থানায় অভিযোগ দায়ের করে। তবে জানা যাচ্ছে, অভিযোগ দায়েরের পরও সে কাজ করে চলেছে। যা নিয়ে উঠছে প্রশ্ন। নির্যাতিতা বলেন, “গত একবছর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমায় বলেছিল বিয়ে করব। কিন্তু করেনি। নতুন করে শারীরিক সম্পর্ক করে। এরপর আমার ছবিগুলো ভাইরাল করে দিয়েছে। সেই কারণে আমি অভিযোগ করতে এসেছি।”

Next Article