Basirhat: বাড়ি ছেড়ে দেওয়ার নামে তুলেছিল গাড়িতে, তারপর যুবতীকে রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

Basirhat: অভিযোগ, এরপর গাড়ি কিছুদূর আসার পরে অন্য রাস্তা দিয়ে চলা শুরু করলে মেয়েটি বিপদ বুঝতে পেরে চিৎকার করে। কিন্তু একেতেই গ্রাম্য এলাকা, তার উপর ভরা দুপুর রাস্তাঘাট ফাঁকা এবং গাড়ির সব কাচ আটকানো থাকায় পথ চলতি মানুষ কেউ বুঝতে পারেনি।

Basirhat: বাড়ি ছেড়ে দেওয়ার নামে তুলেছিল গাড়িতে, তারপর যুবতীকে রিসর্টে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
বসিরহাটে ধর্ষণের অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 10, 2025 | 1:07 PM

হাসনাবাদ: ব্যাঙ্কে যাবেন বলে বেরিয়েছিলেন। পরবর্তীতে এক পরিচিতের গাড়িতে ওঠেন। তারপর সেখান থেকে রিসর্টে নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানা এলাকায়।

বসিরহাট থানা এলাকায় বাড়ি বছর চব্বিশের ওই যুবতীর। অভিযোগ, বুধবার দুপুরে ব্যাঙ্কের টাকা তোলার প্রয়োজনে বাড়ি থেকে বের হন তিনি। এরপর কাজ মিটিয়ে বাড়ি ফেরার পথে পাশের গ্রামের পরিচিত এক যুবক চারচাকা গাড়ি নিয়ে আসে। নির্যাতিতার দাবি, সেই সময় তাঁকে বলা হয়, গাড়িতে উঠে পড়তে। বাড়িতেই নামিয়ে দেওয়া হবে। পরিচিত দেখে গাড়িতে উঠে পড়েন যুবতী। তাঁর দাবি, চালকসহ মোট তিনজন গাড়িতে উপস্থিত রয়েছেন।

অভিযোগ, এরপর গাড়ি কিছুদূর আসার পরে অন্য রাস্তা দিয়ে চলা শুরু করলে মেয়েটি বিপদ বুঝতে পেরে চিৎকার করে। কিন্তু ভরা দুপুর রাস্তাঘাট ফাঁকা এবং গাড়ির সব কাচ আটকানো থাকায় পথ চলতি মানুষ কেউ বুঝতে পারেনি। এরপর মেয়েটিকে একটি রিসর্টে নিয়ে যায় ওই তিনজন বলে অভিযোগ। তবে মেয়েটি যেতে না চাওয়ায় তাঁকে মারধর করে। মেয়েটি সেখানে সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে দাবি। তারপরই যুবতীকে ওই রিসর্টের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে। সেই ছবিও মোবাইল ক্যামেরায় ভিডিয়ো করা হয়। এরপর মেয়েটিকে রাতে রিসর্টের আশেপাশে ছেড়ে দিয়ে চলে যায় ওই যুবকরা।

পরবর্তীতে পথ চলতি মানুষের সাহায্যে বাড়ি ফেরেন নির্যাতিতা। এরপর টাকি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসনাবাদ থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে হাসনাবাদ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।