সাসপেনশন উঠতেই হাসি তন্ময়ের, পরিষ্কার বললেন, ‘আমি আবার বলছি এটা পরিকল্পিত কুৎসা’

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2024 | 11:45 PM

CPIM: তন্ময় বলেছেন, "মহম্মদ সেলিম আমায় ডেকে পাঠান। চল্লিশ মিনিট কথা বলেন। আমার ভুল কোনটা। কোন চর্চা করা উচিত। একদম অভিভাবকের মতো আলোচনা করেন। কিন্তু ঘুণাক্ষরে বুঝতে দেননি আমার সাসপেনশন উঠে গিয়েছে।"

সাসপেনশন উঠতেই হাসি তন্ময়ের, পরিষ্কার বললেন, আমি আবার বলছি এটা পরিকল্পিত কুৎসা
তন্ময় ভট্টাচার্য, বাম নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: মিলল না প্রমাণ। উঠে গেল সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন। আর সাসপেনশন ওঠার খবরে খুশি বাম নেতা। শুক্রবার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, জেলার সম্পাদক মণ্ডলির সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারবেন। এ দিন সাসপেনশন ওঠার খবরের পর তন্ময় বলেন, “আমি প্রথম থেকে বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা।”

তন্ময় বলেছেন, “মহম্মদ সেলিম আমায় ডেকে পাঠান। চল্লিশ মিনিট কথা বলেন। আমার ভুল কোনটা। কোন চর্চা করা উচিত। একদম অভিভাবকের মতো আলোচনা করেন। কিন্তু ঘুণাক্ষরে বুঝতে দেননি আমার সাসপেনশন উঠে গিয়েছে।” এরপর পরিষ্কার জানান, আগে তিনি বুঝতে পারেননি এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে। তবে এখন তিনি তা জানতে পেরেছেন। বাম নেতা বলেন, “আমি প্রথম থেকে বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানা ছিল না আমার। তবে এখন সবটা জেনেছি। আইনি পদক্ষেপ করব। যে ভদ্রমহিলা ফেসবুক লাইভ করেছেন উনি পরিকল্পনার শিকার। ওঁর সম্মানহানি না হোক আমি চাইব।”

একই সঙ্গে তন্ময়ের প্রশ্ন, “যে চ্যানেলে ইন্টারভিউ নিয়েছিল। সেই চ্যানেলে ইন্টারভিউটা দেখানো হয়নি। রাজনৈতিক ইন্টারভিউ নিয়েছিলেন। কিন্তু টেলিকাস্ট কেন হল না? এর দায় ওই চ্যানেলের।”

 

Next Article