সিপিএম
ভারতের সবথেকে বড় বামপন্থী দল হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই ভেঙে তৈরি হয়েছিল সিপিআইএম। পশ্চিমবঙ্গে ৩৪ বছর ধরে ক্ষমতায় ছিল সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বামফ্রন্ট। এখনও পর্যন্ত এটিই বিশ্বের সবথেকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার। বেশ কয়েকবার সংসদে তৃতীয় বৃহত্তম দলও হয়েছে সিপিআই(এম)। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরাতেও দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল সিপিআই(এম)। বর্তমানে, কেরল, বিহার, এবং তামিলনাড়ুর শাসক জোটের অংশ এই বাম দল। জ্যোতি বসু, ইএমএস নাম্বুদিরিপাদ, হরকিষেণ সিং সুরজিৎ, হরেকৃষ্ণ কোঞার প্রমুখ ছিলেন এই দলের বিশিষ্ট নেতা। বর্তমানে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক হলেন সীতারাম ইয়েচুরি।