SFI on Sacked Teachers: ‘ঘুষ’ দেওয়ার পরও গেছে চাকরি? এই নম্বরে ফোন করলে টাকা ‘উদ্ধার’ করবে SFI
SFI: ফলে টাকাও গেল,চাকরিও গেল। এবার সেই 'ঘুষের' টাকা উদ্ধারে সাহায্য করবে সিপিএম-এর ছাত্র শাখা এসএফআই (SFI)। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছে বাম-ছাত্র-যুব।

কলকাতা: চাকরি বাতিলের পর যোগ্য-অযোগ্য নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে অযোগ্যরা চাকরি পেয়েছেন বলে প্রথম থেকেই সরব বিরোধীরা। কিন্তু সেই চাকরিও নেই আর। ফলে টাকাও গেল, চাকরিও গেল। এবার সেই ‘ঘুষের’ টাকা উদ্ধারে সাহায্য করবে সিপিএম-এর ছাত্র শাখা এসএফআই (SFI)। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছে বাম-ছাত্র-যুব।
এসএফআই-এর তরফে জানানো হয়েছে, ঘুষের টাকা উদ্ধারের জন্য পরিচয় গোপন রাখা হবে। কেষ্ট-কাজলের জেলা অর্থাৎ বীরভূমে এবার সেই পথেই হাঁটতে চলেছে তারা। ইতিমধ্যেই দুটি নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরে ফোন করে সমস্ত তথ্য জানাতে পারেন ‘ঘুষ’ দেওয়া প্রার্থী। কী নম্বর দেওয়া হয়েছে? ৯০৬৪৩০০৩৩৫, ৮৯১৮৩৪২৮৮৯ এই নম্বরে ফোন করে টাকা দেওয়ার যাবতীয় তথ্য জানাতে পারবেন ‘ঘুষ’ দেওয়া চাকরিপ্রার্থীরা।
এ প্রসঙ্গে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “আপনারা থানায় যান। কোর্টে যান। আমরা আপনাদের পাশে আছি। যে কোনও প্রয়োজনে সাহায্য করব। পুলিশের কাছে গিয়ে টাকা আদায় করুন। আমরা সমস্তভাবে আপনাদের সঙ্গে আছি।” ফলত, ‘ঘুষের’ টাকা উদ্ধারে থানা এবং আদালতে যাওয়ায় জন্য এভাবেই আম নাগরিককে পরামর্শ দিয়েছে সিপিআইএম।

