Recruitment Case: চাকরি বাতিলে রণংদেহি মেজাজে বামেরা, অবরুদ্ধ হয়ে গেল ৬০ নম্বর জাতীয় সড়ক
Recruitment Case: বামেদের দাবি, অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে চাকরি চুরির বড় মাথাদের গ্রেফতার করে অবিলম্বে জেলে ঢোকাতে হবে। এরকমই একগুচ্ছ দাবি নিয়ে এদিন ওন্দা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামেরা।

ওন্দা: তালা পড়ছে একের পর এক ডিআই অফিসে! সকাল থেকেই জেলায় জেলায় একেবারে রণংদেহী মূর্তিতে চাকরিহারারা। চলছে মিছিল, স্লোগান। কাঁথি থেকে বালুরঘাট, মেদিনীপুর, আসানসোল, সর্বত্রই একই ছবি। এবার আন্দোলনের গতি আনতে রাস্তায় নেমে পড়েছে বামেরাও। সকাল থেকেই বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ সিপিএমের। অবরোধ জাতীয় সড়কেও। সিপিএমের আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই ব্য়াপক উত্তেজনা বাঁকুড়ার ওন্দায়।
বামেদের দাবি, অবিলম্বে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে চাকরি চুরির বড় মাথাদের গ্রেফতার করে অবিলম্বে জেলে ঢোকাতে হবে। এরকমই একগুচ্ছ দাবি নিয়ে এদিন ওন্দা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বামেরা। অবরোধ করা হয় ৬০ নম্বর জাতীয় সড়কেও।
এদিন সকালে ওন্দায় সিপিএমের দলীয় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। ওন্দা বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় বিডিও অফিসে। এর মাঝেই আবার রাস্তায় ব্যারিকেড করে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ শুরু করে দেন সিপিএমের নেতা-কর্মীরা। অন্যদিকে ডিআই অফিসে চাকরিহারাদের বিক্ষোভের ধারও ক্রমেই বাড়ছে। মাঠে নেমেছে র্যাফ।





