Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: মমতাকে বিক্ষোভ দেখানো SFI – UK শাখা কী? এর মাথা কে? কী তাদের কাজ?

SFI: এসএফআই-ইউকে-র সাধারণ সম্পাদক নিখিল ম্যাথু জানালেন, এসএফআইয়ের প্রথম আন্তর্জাতিক ইউনিট হল তাঁদের সংগঠন। ২০২২ সালের ৪ জুন এই সংগঠন কাজ শুরু করে। তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। এসএফআই-ইউকে চালুর কারণও জানালেন তিনি।

Explained: মমতাকে বিক্ষোভ দেখানো SFI - UK শাখা কী? এর মাথা কে? কী তাদের কাজ?
SFI-UK কী করে ব্রিটেনে?Image Credit source: Social Media
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 3:58 PM

কলকাতা: দেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ে তাদের উজ্জ্বল উপস্থিতি। ৫৫ বছরের ছাত্র সংগঠন। আর বছর তিনেক আগে প্রথমবার বিদেশের মাটিতে পা রাখে সিপিএমের ছাত্র সংগঠন স্টুডেন্স ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। ব্রিটেনে প্রথম আন্তর্জাতিক ইউনিট খোলে। এসএফআইয়ের সেই আন্তর্জাতিক ইউনিট নিয়েই গতকাল থেকে জোর আলোচনা শুরু হয়েছে। কেন ব্রিটেনে আন্তর্জাতিক ইউনিট খুলেছে এসএফআই? এসএফআই-ইউনাইটেড কিংডমের কাজ কী? তারা কি সেখানে কলেজে নির্বাচনে অংশগ্রহণ করে? টিভি৯ বাংলাকে সব প্রশ্নের উত্তর দিলেন এসএফআই-ইউনাইটেড কিংডমের প্রতিষ্ঠাতা সম্পাদক নিখিল ম্যাথু।

SFI-UK কবে ব্রিটেনে খোলা হল এবং এর কাজ কী?

এসএফআই-ইউকে-র সাধারণ সম্পাদক নিখিল ম্যাথু জানালেন, এসএফআইয়ের প্রথম আন্তর্জাতিক ইউনিট হল তাঁদের সংগঠন। ২০২২ সালের ৪ জুন এই সংগঠন কাজ শুরু করে। তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। ২০২৩ সালের নভেম্বরে এই সংগঠনের দ্বিতীয় কনফারেন্স হয়। সেখানেও তিনি সম্পাদক নির্বাচিত হন।

এই খবরটিও পড়ুন

এসএফআই-ইউকে চালুর প্রাথমিক কারণ সম্পর্কে বলতে গিয়ে নিখিল ম্যাথু বলেন, “ভারত থেকে বহু পড়ুয়া বিদেশে পড়তে আসেন। ভারতের সংস্কৃতির সঙ্গে এখানকার সংস্কৃতির বিশাল পার্থক্য। পড়াশোনার ধরন আলাদা। আসার পরই প্রথমে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পড়ুয়াদের। স্কলারশিপ ইস্যু, বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, যাতায়াতের সমস্যা। এইসব ইস্যুতে তাঁদের সাহায্যের লক্ষ্যেই প্রাথমিকভাবে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়।”

অক্সফোর্ডের কেলগ কলেজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন এসএফআইয়ের ব্রিটেন শাখার সদস্যরা। এরপরই এই সংগঠনকে নিয়ে চর্চা শুরু হয়। ব্রিটেনে তাদের রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেই প্রশ্ন ওঠে। নিখিল ম্যাথু বলছেন, তাঁরা স্বাধীন গণসংগঠন। রাজনৈতিক দল নয়। বিভিন্ন ইস্যুতে অন্য সংগঠনগুলির সঙ্গে পথে নামেন তাঁরা। তবে ব্রিটেনে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের জোট নেই। ব্রিটেনে ছাত্র সংসদ নির্বাচনে তাঁরা অংশ নেন বলেও জানালেন নিখিল ম্যাথু। তবে তাঁদের সংগঠনের সদস্যসংখ্যা নিয়ে স্পষ্ট জবাব দেননি এসএফআই-ইউকে’র সাধারণ সম্পাদক।