Ghatal: আরোপিত বেশ কয়েকটি শর্ত, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গঠিত নয়া কমিটি
Ghatal: দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় সভাকরে গঠিত হয়েছে এই কমিটি। কমিটির কয়েকটি শর্ত রয়েছে। যেমন, বর্তমান DPR জন সমক্ষে প্রকাশ করতে হবে। অবিলম্বে সর্বদলীয় সভা করতে হবে। মাস্টার প্ল্যান বৈজ্ঞানিক ভাবে কার্যকরী করতে রূপনারায়ণ নদীর ড্রেসিং-সহ আরও বেশ কিছু দাবি রয়েছে তাঁদের।

পশ্চিম মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাসপুরে নতুন করে আবারও কমিটি গঠন হল। কমিটির নাম ঘাটাল জল নিকাশী ও কৃষি-কৃষক স্বার্থরক্ষা কমিটি। এই কমিটি গঠন করলেন এলাকার সাধারণ মানুষ। তবে এর আগে মাস্টার প্ল্যান নিয়ে একটি কমিটি গঠন হয়েছে চন্দনেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি।
দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় সভাকরে গঠিত হয়েছে এই কমিটি। কমিটির কয়েকটি শর্ত রয়েছে। যেমন, বর্তমান DPR জন সমক্ষে প্রকাশ করতে হবে। অবিলম্বে সর্বদলীয় সভা করতে হবে। মাস্টার প্ল্যান বৈজ্ঞানিক ভাবে কার্যকরী করতে রূপনারায়ণ নদীর ড্রেসিং-সহ আরও বেশ কিছু দাবি রয়েছে তাঁদের।
নতুন করে এই কমিটি গঠনে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল।নতুন কমিটির দাবিতে সহমত এলাকার বিজেপির নেতৃত্বরা। এলাকার BJP নেতা প্রশান্ত বেরা বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান বহু আকাঙ্খিত একটা প্রজেক্টের জন্য আমরা বহু আন্দোলন করেছি।, আমরা চাই মাস্টার প্ল্যান হোক, পরিকল্পনা কী আছে সেটা জানানো হলো না , অনেক এমন গণসংগঠন আছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মাষ্টার প্ল্যানের জন্য।”
অন্যদিকে এই কমিটির অন্যতম সদস্য রঞ্জিত পাল বলেন, ” আমরা মাস্টার প্ল্যানের বিরোধিতা করছি না, বৈজ্ঞানিকভাবে মাস্টার প্ল্যান রূপায়িত করতে হবে ,প্রস্তাবিত যা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার একার পক্ষে করা তা সম্ভব নয় কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া এটা সম্ভব নয়, জনসাম্যক্ষে প্রকাশ করতে হবে ডিপিআর, কোন অফিসার সঠিকভাবে বলতে পারছেন না কীভাবে কাজ হবে।”
ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস হুদাইত বলেন, “দাসপুরের কেউ কেউ মান অভিমান করছেন , আমরা বোঝাচ্ছি তাঁদের।”





