Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi meets Yunus: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ইউনূসকে বড় বার্তা মোদীর

Modi meets Yunus: অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বাড়তে থাকে। প্রতিবাদে পথে নামে হিন্দু-সহ সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি।

Modi meets Yunus: বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ইউনূসকে বড় বার্তা মোদীর
মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীরImage Credit source: X handle
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 7:36 PM

ব্যাঙ্কক: বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ফের স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনের মাঝে ইউনূসের সঙ্গে পার্শ্ব বৈঠকে মোদী জানালেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।

গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিন। দিন তিনেক পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হয়। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বাড়তে থাকে। প্রতিবাদে পথে নামে হিন্দু-সহ সংখ্যালঘুরা। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি।

এই খবরটিও পড়ুন

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে তিনি স্পষ্ট করে দেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত। একইসঙ্গে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এবং বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান।

এই পরিস্থিতিতে এদিন ব্যাঙ্ককে ইউনূসের সঙ্গে বৈঠক করলেন মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর মোদীর সঙ্গে এটাই প্রথম বৈঠক ইউনূসের। আর এই বৈঠকের পর এক্স হ্য়ান্ডলে এদিন মোদী লেখেন, “বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশে গণতন্ত্র, স্থায়িত্ব ও শান্তি বজায় রাখতে ভারতের সমর্থনের কথা তাঁকে জানিয়েছি। সীমান্তে অনুপ্রবেশ আটকানো নিয়েও আলোচনা হয়েছে। হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও আমাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছি।”