AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarique Rahman in Bangladesh: ১৬ মিনিটের ভাষণ, ‘সিংহাসন’ ছেড়ে প্লাস্টিকের চেয়ার! বাংলাদেশে প্রথম দিন কেমন কাটল তারেকের?

Tarique Rahman: ১৭ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গী তাঁর স্ত্রী-মেয়েও। নিয়ে এসেছেন নিজেদের পোষ্য 'জেবু'কেও। ঢাকা বিমানবন্দর থেকে বেরিয়েই খালি পায়ে হাঁটলেন তারেক রহমান। ছুঁয়ে দেখলেন নিজের দেশের মাটি। তারপর সরাসরি বাসে উঠে রওনা দিলেন ঢাকার পূর্বাচলে ৩০০ ফিটের দিকে।

Tarique Rahman in Bangladesh: ১৬ মিনিটের ভাষণ, 'সিংহাসন' ছেড়ে প্লাস্টিকের চেয়ার! বাংলাদেশে প্রথম দিন কেমন কাটল তারেকের?
সপরিবারে তারেক রহমান
| Updated on: Dec 25, 2025 | 11:07 PM
Share

ঢাকা: ১৭ বছর পর দেশে ফিরে ১৬ মিনিটের ভাষণ। বার্তা দিলেন গণতন্ত্র ফেরানোর। বার্তা দিলেন, নতুন বাংলাদেশ তৈরির। গোটা দিনভর কোন মুখী থাকল তারেক রহমানের রাজনৈতিক অভিসন্ধি? দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরে প্রথম দিনেই কী কী করলেন তিনি?

ঢাকায় সপরিবারে তারেক

১৭ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গী তাঁর স্ত্রী-মেয়েও। নিয়ে এসেছেন নিজেদের পোষ্য ‘জেবু’কেও। ঢাকা বিমানবন্দর থেকে বেরিয়েই খালি পায়ে হাঁটলেন তারেক রহমান। ছুঁয়ে দেখলেন নিজের দেশের মাটি। তারপর সরাসরি বাসে উঠে রওনা দিলেন ঢাকার পূর্বাচলে ৩০০ ফিটের দিকে।

ইউনূসের সঙ্গে ফোনালাপ

বাংলাদেশে মাটিতে তারেক পা দিতেই ফোন এসেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দিক থেকে। ফোনে কথা দু’জনের, তা জানিয়েছে বিএনপি। কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে, সেই প্রসঙ্গে মুখ খোলেনি কোনও পক্ষই।

মঞ্চে তারেক রহমান

বাংলাদেশের সময় অনুযায়ী, ৩টে ৫১ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। ঠিক ছয় মিনিট পর শুরু হয় তাঁর ভাষণ। ১৭ বছর দেশে ফিরে আবেগ ঝরিয়েছেন তারেক রহমান। তেমনই আবার ‘মবস্টার’ হাদিকে তিনি বসিয়েছেন মুক্তিযোদ্ধাদের পাশে। একাংশ মনে করছেন, বাংলাদেশের নাড়িটা এবার ধীরে ধীরে ধরছেন তারেক। নির্বাচনের বোর্ডে এটাই প্রথম চাল।

বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ ছাড়ার পূর্বে তারেক বলেছিলেন, তিনি জীবনে কোনও দিন আর রাজনীতি করবেন না। কিন্তু দেড় দশক পেরিয়ে সেই প্রতিশ্রুতি হয়তো বদলে ফেলতে চলেছেন তিনি। এদিন খালেদা-পুত্র বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্য়ান!’— নতুন বাংলাদেশ গড়ার ‘স্বপ্ন বুনছেন’ তারেক। ইউনূস সরকারকে ইঙ্গিতে দুষে বার্তা দিয়েছেন, ‘গণতন্ত্র ফেরানোরও’। এদিন আবার তারেক রহমান-সহ বিএনপির সকল শীর্ষনেতাদের বসার জন্য মঞ্চে সারি সারি সাজানো ছিল ঝাঁ চকচকে চেয়ার। কিন্তু তাতে না বসে, তারেক আনালেন প্লাস্টিকের চেয়ার। তারপর তাতেই বসলেন তিনি।

হাসপাতালের পথে স্ত্রী-সন্তান

তারেক যখন ভাষণ দিতে ব্যস্ত, সেই সময় ঢাকার গুলশান অ্য়াভিনিউর ১৯৬ নং বাড়ি থেকে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও জাইমা রহমান। এই হাসপাতালেই ভর্তি খালেদা জিয়া।

মাকে দেখতে হাসপাতালে তারেক

বাংলাদেশের সময় অনুযায়ী, বিকাল ৫টা ৫৪ মিনিট নাগাদ এভারকেয়ার হাসপাতালে পৌঁছে যান তারেক রহমান। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন-সহ দলের শীর্ষ নেতারা।

গুলশানের বাড়িতে তারেক

মাকে দেখে রাত ৮টা ২৫ মিনিটের দিকে নিজের গুলশান অ্যাভিনিউয়ের বাড়িতে ফেরেন তারেক রহমান।