AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: সাধুসন্তদের নিয়ে বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু, রয়েছে ‘মিটিং’

Suvendu Adhikari on Bangladesh: সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে মৌলবাদীদের হাতে মৃত্য়ু হয় দীপু চন্দ্র দাসের। একটি কারখানার সাধারণ কর্মী ছিলেন তিনি। তবে তাঁর মৃত্য়ু মোটেই স্বাভাবিক নয়। বরং নৃশংসতার ভয়ঙ্কর নজির। প্রথমে গণপিটুনি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় দীপু দাসকে।

Suvendu Adhikari: সাধুসন্তদের নিয়ে বাংলাদেশের দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু, রয়েছে 'মিটিং'
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Dec 25, 2025 | 10:14 PM
Share

কলকাতা: বিক্ষোভ মিছিল করবেন না শুভেন্দু, বরং শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করবেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক থেকেই পুরনো কর্মসূচি বাতিল করে ‘নতুন সূর্যোদয়’ রাজ্যের বিরোধী দলনেতার। বাংলাদেশের সংখ্য়ালঘু — হিন্দুদের ‘স্বার্থে’ দূতাবাসে যাবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিন তিনি বলেন, ‘আমি বলেছিলাম আগামিকাল, ২৬ তারিখ আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তা হলে, দ্বিগুণ সংখ্য়ক লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব। তবে বিলম্বে বোধদয় ঘটেছে।’ এরপরই সাংবাদিকদের সামনে একটি চিঠি তুলে ধরে শুভেন্দু জানান, ‘আগামিকাল বিকাল ৪টের সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাই যে বিক্ষোভের কথা আমি বলেছিলাম, তা হচ্ছে না। যাঁদের আসার ইচ্ছা রয়েছেন আসবেন, কিন্তু দূরে থাকবেন। আমি এটা শান্তিপূর্ণ ভাবে করতে চাই।’

ডেপুটি হাই কমিশনের অফিসে কী কাজ রয়েছে শুভেন্দুর?

সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে মৌলবাদীদের হাতে মৃত্য়ু হয় দীপু চন্দ্র দাসের। একটি কারখানার সাধারণ কর্মী ছিলেন তিনি। তবে তাঁর মৃত্য়ু মোটেই স্বাভাবিক নয়। বরং নৃশংসতার ভয়ঙ্কর নজির। প্রথমে গণপিটুনি দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় দীপু দাসকে। তারপর গাছে বেঁধে দেহ জ্বালিয়ে উল্লাস করেন উগ্রবাদীরা। এই ঘটনা ঘিরে উত্তাল দুই বাংলা।

এখনও পর্যন্ত দীপু দাসের মৃত্য়ুর ঘটনায় কী কী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তা জানতেই আগামিকাল দূতাবাসে যাচ্ছেন শুভেন্দু। জানা গিয়েছে, শুভেন্দুর সঙ্গে ‘এই যাত্রায়’ সঙ্গী হবেন মোট ৫ জন সাধুসন্ত। স্বামী মহাকাল গিরি, সঞ্জয় শাস্ত্রীজি, সর্বানন্দ অবদূতজি, শঙ্কর হেলাজি এবং কৃষ্ণা মাতাজি।