Osman Hadi: ‘আমি চাই হিন্দুদের…’, মৃত্যুর আগে বড় দাবি জানিয়ে ছিলেন হাদি
Osman Hadi on Hindu Voters: কিন্তু যে হাদির ভাষণে ঝরে ঝরে পড়ে মৌলবাদ, যে হাদি শুধুই 'ভাঙার কথা' বলেন। এমনকি যাঁর মৃত্যু পর হিন্দুদের উপরেই সবচেয়ে চলল তাণ্ডব। সেই হাদি হঠাৎ করে হিন্দুদের প্রতি উদার হয়েছিলেন কেন? সেই যুক্তিও সংশ্লিষ্ট সাক্ষাৎকারে গুছিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এই ছাত্রনেতা।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির একটি সাক্ষাৎকারের অংশ। তিনি এখনও আর নেই। কিন্তু হাদির বার্তা প্রভাব ফেলেছে নেটমাধ্য়মে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের রাজনৈতিক উত্থানের পক্ষে সওয়াল করছেন ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের দাবি ছিল, ‘আমি চাই, হিন্দুদের নামে রাজনৈতিক দল তৈরি হোক। বাংলাদেশ সেদিনই ঠিক মতো দাঁড়িয়ে যাবে। এ দেশের রাজনীতিতে ইসলামিক আন্দোলন হয়েছে, তাঁদের প্রতিনিধিত্ব করবে এমন দলও তৈরি হয়েছে। তা হলে হিন্দুদের জন্য কোনও দল থাকবে না কেন? হিন্দুদের নামে একটা রাজনৈতিক দল দরকার।’
কিন্তু যে হাদির ভাষণে ঝরে ঝরে পড়ে মৌলবাদ, যে হাদি শুধুই ‘ভাঙার কথা’ বলেন। এমনকি যাঁর মৃত্যু পর হিন্দুদের উপরেই সবচেয়ে চলল তাণ্ডব। সেই হাদি হঠাৎ করে হিন্দুদের প্রতি উদার হয়েছিলেন কেন? সেই যুক্তিও সংশ্লিষ্ট সাক্ষাৎকারে গুছিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এই ছাত্রনেতা।
হাদি বলেছিলেন, ‘বাংলাদেশের সংখ্য়ালঘুদের নিয়ে সবচেয়ে বেশি কার্ড খেলা হয়। সব থেকে বেশি খেলে আওয়ামী লিগ। ওরা নিজেদের হিন্দুদের রক্ষক হিসাবে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে।’ ছাত্রনেতার দাবি অনুযায়ী, স্বাধীনতার পর বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দুদের বাড়ি দখল করেছেন আওয়ামী লিগ অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতারাই।
সম্প্রতি বাংলাদেশে দীপু দাসের ঘটনা তীব্র চাঞ্চল্য পরিস্থিতি তৈরি করেছিল। ময়মনসিংহের যুবকের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে প্রথমে গণপিটুনি, তারপর মৃত্য়ু হলে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবকের দেহ। মৌলবাদীদের এই নৃশংসতা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে সেই হিন্দুদের অধিকার নিয়েই সওয়াল করেছিলেন হাদি। তিনি বলেছিলেন, ‘হিন্দুদের রাজনৈতিক সংগঠন থাকলে, কেউ তাঁদের উপর মিথ্যা অভিযোগ তুলতে পারবেন না। ভোটব্যাঙ্কটাও রক্ষা পাবে, অধিকারটাও। বিএনপি, আওয়ামী লিগ কিংবা জামাতরাও তাঁদের কার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন না।’
