Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: কেকেআর জার্সিতে নতুন রেকর্ড, সুনীল নারিনের এই কীর্তি জানেন?

KKR vs SRH, Sunil Narine: সবচেয়ে সফল বোলারদের মধ্যে অন্যতম সুনীল নারিন। ২০১২ সাল থেকে চলতি মরসুম। দীর্ঘ ১৪ বছর ধরে কেকেআরে খেলে চলেছেন নারিন। আইপিএলে তিনবার ট্রফি জিতেছে কেকেআর। প্রতিবারই ছিলেন নারিন।

IPL 2025, KKR: কেকেআর জার্সিতে নতুন রেকর্ড, সুনীল নারিনের এই কীর্তি জানেন?
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 04, 2025 | 7:39 PM

কলকাতা: কলকাতা নাইট রাইডার্স বললেই সুনীল নারিন ও আন্দ্রে রাসেলের কথা মনে উঁকি মারে সবার আগে। এঁরাই কেকেআরের দলের সবচেয়ে পুরনো যোদ্ধা। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার নারিন। আইপিএলে দলবদল যখন-তখন হয়। দু-এক বছর পর পরই আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজিতে দেখা যায় ক্রিকেটারদের। সেখানে একটি ফ্র্যাঞ্চাইজিতে দীর্ঘ সময় খেলে যাওয়ার ঘটনা বিরল। সেই তালিকা খুব বেশি দীর্ঘ নয়। সেই তালিকার মধ্যে রয়েছেন কলকাতার সবচেয়ে সফল বোলারদের মধ্যে অন্যতম সুনীল নারিন। ২০১২ সাল থেকে চলতি মরসুম। দীর্ঘ ১৪ বছর ধরে কেকেআরে খেলে চলেছেন নারিন। আইপিএলে তিনবার ট্রফি জিতেছে কেকেআর। প্রতিবারই ছিলেন নারিন। সেই কারণেই নারিনকে বলা হয় কেকেআরের ঘরের ছেলে।

দীর্ঘ আইপিএল কেরিয়ারে একটি রেকর্ড গড়েছেন এই কেকেআর স্টার। একটিই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ উইকেট নেওয়ার বিরল রেকর্ড। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০০ উইকেট নিয়ে ক্রিকেট লিগে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ উইকেট শিকার করা দ্বিতীয় বোলার হয়ে উঠেছেন সুনীল নারিন। চলতি মরসুমে চতুর্থ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে একটি উইকেট নিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। এই ম্যাচের আগে আইপিএলে আটবার ইনিংসে চার উইকেট এবং একটি ফাইফারের সাহায্যে ১৮৬টি ম্যাচে ১৯৯টি উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্যে আইপিএলে ১৭৯টি ম্যাচে ১৮১টি উইকেট আর চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ৭ ম্যাচে ১৮টি উইকেট ছিল।

এই রেকর্ডে সবচেয়ে উপরে রয়েছে সমিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে তাঁর নেওয়া মোট উইকেট সংখ্যা ২০৮টি। আর আগের ম্যাচে একটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সুনীল নারিন। ১৯৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হ্যাম্পশায়ারের হয়ে খেলা ক্রিস উড। আর ১৯৫ উইকেট নিয়ে চতুর্থ স্থানে লাসিথ মালিঙ্গা। চলতি মরসুমেই কি সমিতকে সরিয়ে একনম্বর জায়গাটা দখল করবেন নারিন?