Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার

Jawhar Sircar: আবার কি নিয়োগে এমন দুর্নীতি হবে? এই প্রশ্নের উত্তরে জহর সরকার বলেন, "মনে হয় না আর আস্পর্ধা পাবে। জানি না কার বুদ্ধিতে করেছিল। ভেবেছিল সহজ উপায়ে টাকা তোলা যাবে।

ক্রিমিনাল কেস করলেই ওরা সব বলে দেবে: জহর সরকার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 7:27 PM

কলকাতা: ‘এত বড় অন্যায় বাংলার ইতিহাসে খুব কম হয়েছে।’ প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার রায় প্রসঙ্গে এমনটাই বললেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। তিনি বলেন, “কত লোকের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে, এটা বিচার করা যাচ্ছে না। কত লোকের ভবিষ্যত যে ওরা নষ্ট করল, সেটা ওরাও জানে না।”

যোগ্য শিক্ষকদের চাকরি গেল কেন! এই প্রশ্ন তুলে জহর সরকার বলেন, “যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের বিরুদ্ধে এখন ক্রিমিনাল কেস করা হলে, তারা বলে দেবে কাকে টাকা দিয়েছে।” তাঁর দাবি, সরকারকে দায়বদ্ধ থাকতেই হবে।

আবার কি নিয়োগে এমন দুর্নীতি হবে? এই প্রশ্নের উত্তরে জহর সরকার বলেন, “মনে হয় না আর আস্পর্ধা পাবে। জানি না কার বুদ্ধিতে করেছিল। ভেবেছিল সহজ উপায়ে টাকা তোলা যাবে। তবে এটা বারবার রিপিট করতে পারবে না। এবার থেকে ওএমআর নষ্ট করতে পারবে না, মিরর কপি রাখতে হবে।” সেই সঙ্গে জহর সরকারের মতে, এই মুহূর্তে তারাই শিক্ষা দিতে পারে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় অনেক বোকামি করেছিল বলেও মন্তব্য করেছেন জহর সরকার।

তিনি আরও উল্লেখ করেন, একসময় তিনিও শিক্ষা সচিব ছিলেন, কিন্তু এসব করার কথা মাথাতেও আসেনি। বাম আমলে দুর্নীতির কথা উল্লেখ করলেও জহর সরকারের দাবি, এত বেশি হারে কখনও দুর্নীতি হয়নি।