কীসের টানে ডিভোর্স দিয়েও ডিম্পলকে ফের বিয়ে করতে চেয়েছিলেন রাজেশ খান্না? সত্যিটা এল সামনে
ডিম্পলকে সত্য়িই ভালবাসতেন রাজেশ খান্না। তাঁদের মধ্যে নানা অশান্তি থাকলেও, নানা ভুল বোঝাবুঝি থাকলেও, ডিম্পলের প্রতি তাঁর যে অমোঘ টান ছিল তা বিবাহবিচ্ছেদের পরে বুঝতে পেরেছিলেন রাজেশ। কিন্তু ততদিনে ডিম্পল দূরত্ব বাড়িয়েছেন।

ডিম্পলকে সত্য়িই ভালবাসতেন রাজেশ খান্না। তাঁদের মধ্যে নানা অশান্তি থাকলেও, নানা ভুল বোঝাবুঝি থাকলেও, ডিম্পলের প্রতি তাঁর যে অমোঘ টান ছিল তা বিবাহবিচ্ছেদের পরে বুঝতে পেরেছিলেন রাজেশ। কিন্তু ততদিনে ডিম্পল দূরত্ব বাড়িয়েছেন।
সালটা ১৯৮২। তখন ডিম্পল ও রাজেশের সংসার আলাদা। দুজনই নিজের মতো করে দিন কাটাচ্ছেন। গুঞ্জনে আসে রাজেশের জীবনে অনিতা আডবাণী নামের এক মহিলা এসেছেন। অন্যদিকে, ডিম্পল কাপাডিয়া দুই মেয়েকে মানুষ করতে ব্যস্ত। তবে সানি দেওলের সঙ্গে তাঁর প্রেম গুঞ্জন কিন্তু ছিলই। ঠিক এই সময়ই এক ইংরেজি সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে রাজেশ খান্না প্রসঙ্গ টানেন ডিম্পলের ও তাঁর প্রতি প্রেমের।
রাজেশ সেই সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ডিম্পল যদি তাঁকে আরও একবার সুযোগ দেন, তাহলে ফের বিয়ে করবেন তিনি। নতুন করে শুরু করবেন সবটা। তবে রাজেশের সেই ইচ্ছা পূরণ হয়নি। কারণ, ততদিনে ডিম্পল, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছিলেন।
এই খবরটিও পড়ুন
গুঞ্জনে ছিল, রাজেশ খান্নার সঙ্গে নাকি ডিম্পলের সুসম্পর্ক ছিল না। এক সংসারে থাকলেও, ডিম্পলকে সেভাবে সম্মান করতেন না রাজেশ। উল্টে মানসিক অত্যাচারও করতেন। এমনকী, রাজেশ চেয়েছিলেন, ডিম্পল যেন অভিনয় ছেড়ে দেন। তবে বিয়ের পর বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়ে ফের সিনেমায় ফিরেছিলেন ডিম্পল। আর সেই সময়ই সানি ছিলেন তাঁর আশ্রয়।
আটের দশকের শেষের দিকে প্রায় সব বিনোদনমূলক ম্যাগাজিনের শিরোনাম হয়ে যায় একটি খবর। ডিম্পল নাকি রাজেশের সংসার ছেড়ে সানির সঙ্গে থাকার প্ল্যান করে ফেলেছেন। রাতারাতি রাজেশের ঘর ছাড়ারও ছক কষেছিলেন ডিম্পল।
গসিপ ম্যাগাজিনে আসে, ডিম্পল ও সানির পালানোর ছক হাতে নাতে ধরে ফেলেছিলেন রাজেশ। একদিন রাতে বেডরুমে এই নিয়ে তুমুল অশান্তি হয় রাজেশ ও ডিম্পলের। সেদিনই নাকি বাক্স-প্যাটরা গুছিয়ে রাজেশের ঘর ত্যাগ করেন ডিম্পল। তবে ঘর ছেড়ে সানির কাছে সেই রাতে গিয়েছিলেন কিনা তা জানা যায়নি। সেই সব ঘটনায় দাড়ি টেনেই, ফের ডিম্পলকে বিয়ে করতে চেয়েছিলেন রাজেশ। তিনি জানিয়ে ছিলেন, প্রয়োজনে ক্ষমাও চাইবেন।





