Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: টিকিটের সঙ্গে বিমা ফ্রি, লেট করলেই পাবেন ক্ষতিপূরণ! এই ট্রেনে চড়লে বিমানে উঠতে চাইবেন না

Railways: নিত্যদিন লক্ষ লক্ষ যাত্রী দূরপাল্লা ও লোকাল ট্রেনে সফর করেন। রেলওয়ে সরকারি মালিকানাধীন হলেও, বর্তমানে বেসরকারি মালিকানাধীনেও চলে এই ট্রেন। আপনি কি জানেন, দেশে কর্পোরেট ট্রেনও চলে?

Railways: টিকিটের সঙ্গে বিমা ফ্রি, লেট করলেই পাবেন ক্ষতিপূরণ! এই ট্রেনে চড়লে বিমানে উঠতে চাইবেন না
তেজস এক্সপ্রেস।Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 7:02 PM

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ের। নিত্যদিন লক্ষ লক্ষ যাত্রী দূরপাল্লা ও লোকাল ট্রেনে সফর করেন। রেলওয়ে সরকারি মালিকানাধীন হলেও, বর্তমানে বেসরকারি মালিকানাধীনেও চলে এই ট্রেন। আপনি কি জানেন, দেশে কর্পোরেট ট্রেনও চলে?

বর্তমানে ভারতীয় রেলওয়ের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলে একাধিক ট্রেন। তবে প্রথম ট্রেন কোনটি ছিল জানেন? তেজাস এক্সপ্রেস। লখনউ-নয়া দিল্লি রুটে এই বেসরকারি মালিকানাধীন ট্রেন চলা শুরু করে ২০১৯ সালে। বিপুল সাড়া মেলায় মুম্বই-আহমেদাবাদ রুটে দ্বিতীয় তেজাস এক্সপ্রেস চালু করা হয়।

বাকি ট্রেনের থেকে কতটা আলাদা তেজাস এক্সপ্রেস?

আইআরসিটিসি থেকেই তেজাস এক্সপ্রেসের টিকিট কাটা যায়। এর ক্যাটারিং পরিষেবার দায়িত্বও আইআরসিটিসির কাঁধে। তবে পরিষেবার ক্ষেত্রে বাকি এক্সপ্রেস ট্রেনের থেকে অনেকটা আলাদা তেজস। বিমানে ওঠা মাত্রই যেমন অন বোর্ডিং কিট মেলে, তেজস এক্সপ্রেসের যাত্রীদেরও সেই সুবিধা দেওয়া হয়।

এছাড়া তেজস এক্সপ্রেসে টিকিটের সঙ্গেই পাওয়া যায় ট্রাভেল ইন্সুরেন্স। এমনকী, ট্রেন লেট করলে তার জন্য ক্ষতিপূরণও দেওয়া হয়।

এই ট্রেনে অত্যাধুনিক সমস্ত পরিষেবা রয়েছে। আধুনিক সিটিং ব্যবস্থা, এলসিডি ইনফোটেনমেন্ট স্ক্রিন থাকে। সর্বক্ষণ সিসিটিভির নজরদারি থাকে এই ট্রেনে। এছাড়াও অটোমেটিক দরজা, বায়ো-ভ্যাকুউম টয়লেট রয়েছে তেজস এক্সপ্রেসে।

লখনউ-দিল্লি রুটের এই প্রিমিয়াম ট্রেনে মাত্র দুটি স্টপেজ রয়েছে, কানপুর ও গাজিয়াবাদ।