Explained: ট্রাম্পের দেওয়া ৯০ দিনে কতটা ঘর গোছাবে ভারত?
Explained: এই সময়কালে ১০ শতাংশ পারস্পরিক শুল্ক চাপানো হবে দেশগুলির উপর। যার জেরে নতুন করে 'অক্সিজেন' পেয়েছে ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিট। এমনকি, এই ৯০দিন ভারতের বাণিজ্যিক কৌশল নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা।

কলকাতা: ঘাত-প্রত্যাঘাত। বিশ্বের বাণিজ্যিক মহল কার্যত ‘বিষিয়ে গিয়েছে’ ট্রাম্প-জিনপিংয়ের শুল্কযুদ্ধে। কখনও ট্রাম্প চাপাচ্ছেন ১৪৫ শতাংশ শুল্ক। তার পাল্টা চুপ থাকছে না চিন। ঘুরিয়ে চাপিয়ে দিচ্ছে ১২৫ শতাংশ শুল্কের বোঝা। তবে এই বন্দুক ছাড়া যুদ্ধের মাঝেও কিন্তু একদিকে রয়েছে শান্তির আবহ। বুধবার হোয়াইট হাউস তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৯০ দিনের জন্য চিন বাদে আর সকল দেশের উপর চাপানো শুল্ক নীতি স্থগিত রাখা হয়েছে। এই সময়কালে ১০ শতাংশ পারস্পরিক শুল্ক চাপানো হবে দেশগুলির উপর। যার জেরে নতুন করে ‘অক্সিজেন’ পেয়েছে ওয়াল স্ট্রিট থেকে দালাল স্ট্রিট। এমনকি, এই ৯০দিন ভারতের বাণিজ্যিক কৌশল নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন একাংশের বিশেষজ্ঞরা। কাউন্টডাউন ৯০ ঘোষণার পর ইতিমধ্য়ে...





