RSS: কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করল RSS
RSS: জঙ্গি হামলার এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে আরএসএস। দেশের প্রতিটি রাজনৈতিক দলের কাছে আরএসএস-এর সরসঙ্ঘ কার্যবাহ তথা সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের আবেদন, প্রতিটি রাজনৈতিক দল যেন এই হামলার তীব্র নিন্দা করে।

নয়া দিল্লি: কাশ্মীরে প্রাণঘাতী জঙ্গি হামলা। শেষ পাওয়া খবর অনুযায়ী (রাত ১০টা বেজে ৩৯ মিনিট), এই ঘটনায় মৃত্যু হয়েছে তিরিশ জন পর্যটকের। আহত একাধিক। জঙ্গি হামলার এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে আরএসএস। দেশের প্রতিটি রাজনৈতিক দলের কাছে আরএসএস-এর সরকার্যবাহ তথা সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলের আবেদন, প্রতিটি রাজনৈতিক দল যেন এই হামলার তীব্র নিন্দা করে।
আরএসএস-এর তরফে একটি প্রেস বিবৃতিতে জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘কাশ্মীরে হওয়া এই হামলা অত্যন্ত নিন্দনীয় এবং হৃদয় বিদারক। মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এটি আমাদের জাতির ঐক্য ও অখণ্ডতার উপর আক্রমণ। সকল রাজনৈতিক দল এবং সংগঠনের উচিত তাদের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এই সন্ত্রাসী হামলার নিন্দা করা। সরকারের উচিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সকল ত্রাণ ও সহায়তা প্রদান করা এবং এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।’
কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা। নাম-পরিচয় জেনে ‘টার্গেট কিলিং’ তিরিশজনকে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন উপত্যকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনও জঙ্গিকে রেয়াত করা হবে না। হামলার দায় স্বীকার TRF জঙ্গি গোষ্ঠীর।

