AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ধুরন্ধর বিরাটকে থামানো যাচ্ছে না, ফের কীর্তি রানমেশিনের

আন্তর্জাতিক ম্যাচ হোক বা ঘরোয়া ক্রিকেট, রান করেই চলেছেন কিং কোহলি। এ যেন সেই পুরনো বিরাট। রানমেশিনের ব্যাট থেকে রানের ফুলঝুরি। নিউজিল্যান্ড সফরের আগে দুরন্ত মেজাজে। ২০২৭ বিশ্বকাপের আগে বিরাটের চওড়া ব্যাট তাঁর ভক্তদের আশ্বাস জোগাতে বাধ্য।

Virat Kohli: ধুরন্ধর বিরাটকে থামানো যাচ্ছে না, ফের কীর্তি রানমেশিনের
| Edited By: | Updated on: Dec 26, 2025 | 1:56 PM
Share

বেঙ্গালুরু: থামানো যাচ্ছে না বিরাট কোহলিকে। আন্তর্জাতিক ম্যাচ হোক বা ঘরোয়া ক্রিকেট, রান করেই চলেছেন কিং কোহলি। এ যেন সেই পুরনো বিরাট। রানমেশিনের ব্যাট থেকে রানের ফুলঝুরি। নিউজিল্যান্ড সফরের আগে দুরন্ত মেজাজে। ২০২৭ বিশ্বকাপের আগে বিরাটের চওড়া ব্যাট তাঁর ভক্তদের আশ্বাস জোগাতে বাধ্য।

বিজয় হাজারে ট্রফিতে ফের হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দিল্লির হয়ে সেঞ্চুরি করেছিলেন। ১৩১ রানের ধুমাধার ইনিংস। গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে করলেন ৭৭ রান। লিস্ট এ ক্রিকেটে টানা ৬ ম্যাচে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তার মধ্যে তিনটে সেঞ্চুরি।

শেষ ৬টা লিস্ট এ ক্রিকেটে রানের পাহাড়ে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৪ রানের পর দঃ আফ্রিকার বিপক্ষে পরপর দুটো ম্যাচে ১৩৫ আর ১০২। প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ম্যাচে অপরাজিত ৬৫। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ফিরেই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে করলেন ১৩১। আজ গুজরাতের বিরুদ্ধে ৭৭। কোহলি রানের মধ্যে থাকলেও আজ রান পেলেন না রোহিত শর্মা। প্রথম ম্যাচে সেঞ্চুরি পেলেও এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই আউট হিটম্যান।