Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs RR Playing XI IPL 2025: অপরাজিত তকমা নেই, হোম গ্রাউন্ডে নতুন রূপে ক্যাপিটালস!

DC vs RR Preview: দিল্লি এবং রাজস্থান দু-দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালসে এ মরসুমে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। কোনও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স, আবার কোনও ম্যাচে হতাশার। গত ম্যাচে যেমন জয়পুরে খুবই হতাশার ফিল্ডিং হয়েছিল রাজস্থান রয়্যালসের।

DC vs RR Playing XI IPL 2025: অপরাজিত তকমা নেই, হোম গ্রাউন্ডে নতুন রূপে ক্যাপিটালস!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 16, 2025 | 1:13 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে একমাত্র অপরাজিত দল ছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম চার ম্যাচই জিতেছিল। অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচেই হার। যদিও ম্যাচটা দিল্লির নিয়ন্ত্রণেই ছিল। দুর্দান্ত ফিল্ডিংয়ে শেষ অবধি জয় মুম্বই ইন্ডিয়ান্সের। আসল ঘরের মাঠে অর্থাৎ দিল্লিতে মরসুমের দ্বিতীয় হোম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

দিল্লি এবং রাজস্থান দু-দলই নিজেদের শেষ ম্যাচ হেরেছে। রাজস্থান রয়্যালসে এ মরসুমে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ। কোনও ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স, আবার কোনও ম্যাচে হতাশার। গত ম্যাচে যেমন জয়পুরে খুবই হতাশার ফিল্ডিং হয়েছিল রাজস্থান রয়্যালসের। তাদের ব্যাটিংয়েও ধারাবাহিকতা নেই। বোলিংয়ে জোফ্রা আর্চার সঙ্গীর অভাবে ভুগছেন। স্পিনারদের মধ্যে ওয়ানিন্দু হাসারঙ্গাই কিছুটা মন্দের ভালো।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের মূল সমস্যা টপ অর্ডার। গত মরসুমে তারকা হয়ে ওঠা জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক এ বার ফ্লপ। অভিষেক পোড়েল কিছুটা চেষ্টা করছেন। টপ অর্ডারের ব্যর্থতায় চাপ বাড়ছে। ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের পারফরম্যান্সেও হতাশা। ব্যাটিং বিভাগ যেন শুধুমাত্র লোকেশ রাহুল নির্ভর হয়ে উঠেছে। গত ম্যাচে অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে অনবদ্য পারফর্ম করেছিলেন করুণ নায়ার। তবে সার্বিক ভাবে ব্যাটিং ভালো না হলে ভুগতে হবে। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোই টার্গেট। এই ম্যাচেও ফাফ ডুপ্লেসিকে পাওয়ার সুযোগ ক্ষীণ ক্যাপিটালসের।

দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য দ্বাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার

রাজস্থান রয়্যালস সম্ভাব্য দ্বাদশ: সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে/আকাশ মাধওয়াল, সন্দীপ শর্মা, কুমার কার্তিকেয়