AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লোকেশ রাহুল

লোকেশ রাহুল

বিরাট কোহলির (VIrat Kohli) পর ভারতের নতুন ক্যাপ্টেনের খোঁজ চলছিল। অনেক নাম ঘোরাফেরা করছিল সে সময়। সবচেয়ে উপযুক্ত মনে হয়েছিল যাঁকে, তিন ফর্ম্যাটেই নিয়মিত ক্রিকেটার। রানও করেন। ভরসা করা যায়। শেষ পর্যন্ত পুরো গল্প ঘুরে গিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) ক্যাপ্টেন হয়ে যান। তাও কান্নানুর লোকেশ রাহুলের প্রতিভা বা ম্যাচ জেতানোর ক্ষমতা নিয়ে আজও কথা হয়। হবেও। গত কয়েকটা মরসুম অবশ্য রাহুলকে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে। বারবার চোটের কবলে পড়েছেন। কবজি, পিঠ, কোমর, হ্যামস্ট্রিংয়ে ঘনঘন চোট পেয়েছেন। ফিটনেস নিয়ে কথা উঠেছে বারবার। চোট সারিয়ে আবার ফিরেছেন মাঠে। কিন্তু ছিটকেও গিয়েছেন। অনিশ্চয়তার এই অংশটুকু বাদ দিলে ভারতীয় টিমে রাহুলের অবদান অস্বীকার করা যাবে না। ওপেনিং থেকে মিডল অর্ডার, স্রেফ ব্যাটার থেকে কিপার, টিমের যখনই প্রয়োজন পড়েছে, সব রকম ভূমিকায় মানিয়ে নিয়েছেন।

বাবা-মা দু’জনেই প্রফেসর। কিন্তু দুই অভিভাবক চেয়েছিলেন ছেলে ক্রিকেটার হোন। ১০ বছর বয়স থেকেই ক্রিকেট ট্রেনিং শুরু। ১৮ বছর বয়সে ম্য়াঙ্গালোর থেকে বেঙ্গালুরুতে পাকাপাকি চলে আসেন রাহুল। ২০১০ সালে কর্নাটকের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সেই বছরই অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপও খেলেন। রঞ্জি ট্রফিতে রান, সেঞ্চুরি তাঁকে নজরে এনে দিয়েছিল। একই সঙ্গে আরসিবির হয়ে ২০১৩ সালে আইপিএলে পা রাখেন। আক্রমণাত্মক হলেও ভরসা দিতে পারেন। টিমকে জয়ের দরজায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। এ হেন রাহুল যে দ্রুত ভারতীয় টিমে ঢুকে পড়বেন, তা মোটামুটি জানাই ছিল। হয়েও ছিল তাই। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়। কিন্তু চরম ব্যর্থ হন। পরের সিডনি টেস্টে ১১০ রানের ইনিংস খেলে নিজেকে তুলে ধরেছিলেন। আইপিএলে আরসিবির হয়ে শুরু করলেও পঞ্জাবের হয়ে খেলেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত। ২০২২ সালে আবার যোগ দেন লখনউতে। ক্যাপ্টেন হিসেবে টিমকে এগিয়ে চান রাহুল।

Read More

Virat Kohli: রাঁচির ছন্দ রায়পুরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি বিরাট কোহলির

India vs South Africa, 2nd ODI: রায়পুরের শহীর বীর নায়ারণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। বুধ-দুপুর জমিয়ে দিলেন বিরাট কোহলিরা। তাঁর পাশাপাশি রায়পুরে এই ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়ও।

India vs South Africa: কাঁটে কা টক্কর! শেষ অবধি লড়েও হার প্রোটিয়াদের, সিরিজে এগোলেন বিরাট-রোহিতরা

IND vs SA, 1st ODI: এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রইল হাউসফুল রাঁচি। টানটান ম্যাচের রেজাল্ট শেষ ওভার অবধি ঝুলে ছিল। আর শেষ পর্যন্ত হাসি ফুটল ভারতীয় শিবিরে। রবিবার এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকাকে সিরিজের প্রথম ওডিআইতে হারাল টিম ইন্ডিয়া।

Rahul on MSD: ধোনির শহরে রবিবাসরীয় IND-SA ম্যাচ, গ্যালারিতে থাকবেন মাহি? রাহুল বললেন…

IND vs SA, ODI: ধোনির শহর রাঁচিতে আগামিকাল ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচ। তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে এর আগে ২ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সেই হারের ক্ষত এখনও বেশ টাটকা। তবে সে সব ভুলে ওডিআই সিরিজে নামবে ভারত।

Rahul on RO-KO: রোহিত-বিরাট থাকলে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কী হয়? ফাঁস করলেন রাহুল

IND vs SA, ODI: আগামিকাল, রবিবার শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ। সেখানে অ্যাকশনে দেখা যাবে রো-কো জুটিকে। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে দলের দুই মহাতারকা— বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন কেএল রাহুল।

IND vs SA: ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, লজ্জার নজির টিম ইন্ডিয়ার

India vs South Africa: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ৪০৮ রানে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ঋষভ পন্থের টিম ইন্ডিয়া।

India vs South Africa: ভারতকে ‘বিগ ফাইট’ দেওয়ার চেষ্টা, যশস্বী-রাহুলের উইকেট তুলে প্রোটিয়াদের আশা জাগালেন জ্যানসেন

Eden Test, IND vs SA: ভেনু ইডেন গার্ডেন্স। সামনে প্রতিপক্ষ ভারত। পুঁজি ১২৪ এর মতো অল্প রান। গ্যালারিতে ঠাসা দর্শক। এমন সময় নার্ভাস হলে যে চলবে না, তা ভাল মতোই জানে প্রোটিয়া শিবির। যে কারণে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।

India vs South Africa: রাহুলদের দু’শোর ঘরে ঢুকতে না দিয়ে খানিক ধাক্কা সামলাল বিশ্বজয়ীরা, কোন পথে এগোচ্ছে ইডেন টেস্ট?

বিশ্বজয়ী টিম ভারত সফরে এসেছে। স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর বাভুমা ব্রিগেডের উপর। কিন্তু ইডেনে প্রথম দিন ব্যাটিং বিভাগে ভাল প্রদর্শনী দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দলের কেউ হাফসেঞ্চুরি করতে পারেননি। স্বাভাবিকভাবেই তার ফল স্পষ্ট ছিল স্কোরবোর্ডে। যে কারণে হয়তো দক্ষিণ আফ্রিকার বোলাররাও পণ করে নিয়েছিলেন, টিম ইন্ডিয়ার ব্যাটারদের হয়তো দেখে নেবেন!

IND vs WI 2025 Match Report: সিরিজে লিড, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারাল ভারত

India vs West Indies 1st Test Result: জয় দিয়েই শুরুটা হল শুভমনের। নিজে ব্যাট হাতে অবদানও রাখলেন। তেমনই নজর কাড়লেন ক্যাপ্টেন্সিতে। আমেদাবাদে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে হারাল ভারত। সিরিজে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর। দ্বিতীয় টেস্ট দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে।

IND vs WI 2025 Match Report: তিন সেঞ্চুরি, প্রথম টেস্টে ইনিংসে জয়ের পথে ভারত

India vs West Indies 1st Test Day 2: বিশেষ করে যশস্বী ও শুভমন। সেট হয়েও বড় ইনিংস খেলা হয়নি তাঁদের। লোকেশ রাহুল, ধ্রুব জুরেলের পর আমেদাবাদে সেঞ্চুরির রোশনাই রবীন্দ্র জাডেজার ব্যাটে। দেখা গেল সেই চিরপরিচিত তলোয়ারবাজি। হাফসেঞ্চুরি কিংবা সেঞ্চুরির পর যে সেলিব্রেশন করে থাকেন জাড্ডু।

KL Rahul Century: ড্যাডি হান্ড্রেডের পথে লোকেশ রাহুল, রিভার্স সুইপ হতাশা শুভমনের

India vs West Indies Test: গত কয়েক বছর যে পজিশনে প্রয়োজন পড়েছে, সেখানেই ব্যাটিং করেছেন। রোহিত শর্মার অবসরের পর টেস্টে ওপেনারের জায়গা পাকা লোকেশ রাহুলের। আর এই সুযোগটা কাজে লাগাতে ভোলেননি। কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি। কিন্তু আমেদাবাদের ইনিংসটা অন্য কারণে স্পেশাল।