DC vs MI Playing XI IPL 2025: অপরাজিত দিল্লি বনাম ক্ষত-বিক্ষত মুম্বই, মাঠে নামার আগেই স্লেজিং!
DC vs MI Preview: দিল্লি ক্যাপিটালস নামছে দিল্লিতে। প্রতিপক্ষ ক্ষত-বিক্ষত মুম্বই ইন্ডিয়ান্স। যারা গত দুই ম্যাচেই জয়ের খুব কাছ থেকে ফিরেছে। দুটো ম্যাচেই মুম্বইয়ের হারের ব্যবধান ছিল ১২ রান। রাজধানীতে আজ কি 'অসম' লড়াই?

জয়পুর থেকে দিল্লি। ডাবল হেডারে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দিল্লি ক্য়াপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থানের মতো দিল্লিও হোম ম্যাচ খেলেছে বাইরে। অক্ষর প্যাটেলদের সেকেন্ড হোম ম্যাচ বিশাখাপত্তনম। সেই পর্ব শেষে এ বার আসল হোম ম্যাচ। দিল্লি ক্যাপিটালস নামছে দিল্লিতে। প্রতিপক্ষ ক্ষত-বিক্ষত মুম্বই ইন্ডিয়ান্স। যারা গত দুই ম্যাচেই জয়ের খুব কাছ থেকে ফিরেছে। দুটো ম্যাচেই মুম্বইয়ের হারের ব্যবধান ছিল ১২ রান। রাজধানীতে আজ কি ‘অসম’ লড়াই?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে একমাত্র দল দিল্লি ক্যাপিটালস, যারা একশো শতাংশ জয়ের রেকর্ড বজায় রেখেছে। গত দু-ম্যাচে তাদের স্পেশাল প্রাপ্তি লোকেশ রাহুলের ম্যাচ জেতানো পারফরম্যান্স। টানা চার ম্যাচ জেতা দিল্লি কি নিখুঁত ক্রিকেট খেলেছে? তা বলা যায় না। তাদের ওপেনিং কম্বিনেশন কিন্তু এখনও ভরসা দিয়ে উঠতে পারেনি।
মুম্বইয়ের পরিস্থিতিও এক। ওপেনিং জুটিতে হতাশা। রোহিত এক ম্যাচ না খেলায় জুটি বদলেছিল। তাতেও পরিস্থিতি বদলায়নি। রোহিত শর্মার রান না পাওয়া সবচেয়ে বেশি অস্বস্তির মুম্বই শিবিরে। গত ম্যাচে ফিরেছে জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির পর প্রথম বার প্রতিযোগিতামূলক ম্যাচে নেমেছিলেন। স্বাভাবিক ভাবেই ছন্দে ফিরতে কিছুটা সময় লাগবে। তুলনামূলক ভালো বোলিং করেছেন।
মাঠে নামার আগে অবশ্য দুই ক্যাপ্টেনের ‘স্লেজিং’ শুরু। ব্য়াটিং প্র্যাক্টিস সারছিলেন দিল্লি ক্যাপ্টেন অক্ষর। নেটের পিছন থেকে মুম্বই ক্যাপ্টেন হার্দিক জানতে চান, পাটা পিচ কি না। অক্ষরও পাল্টা দাবি করেন, আমাদের চেয়ে বেশি তো তোমরা প্র্যাক্টিস করেছো, কী মনে হচ্ছে! সবটাই মজার ছলে। মাঠের আসল লড়াইয়ে বোঝা যাবে, পরিস্থিতি কার বেশি চেনা! কারণ, ক্যাপিটাল এ মরসুমে দিল্লিতে প্রথম ম্যাচ খেলতে নামছে। মুম্বই ইন্ডিয়ান্সের অ্যাওয়ে ম্যাচ। কী হতে পারে কম্বিনেশন?
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, অক্ষর প্য়াটেল, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মোহিত শর্মা
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর





