KL Rahul: ছেলের সঙ্গে কথা বন্ধ মায়ের! কী এমন করেছিলেন লোকেশ রাহুল?
Happy Birthday KL Rahul: ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার লোকেশ রাহুলের আজ জন্মদিন। কিন্তু তার মধ্যেও কিছুটা যেন মনখারাপ! ছেলের সঙ্গে কথা বলা বন্ধ মায়ের! কী এমন করেছিলেন লোকেশ রাহুল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে লোকেশ রাহুল। ধারাবাহিকতা বজায় রাখছেন। গত ম্যাচে অবশ্য তুলনামূলক মন্থর ইনিংস খেলেছিলেন। সুপার ওভারে তিনিই ম্যাচ জেতান। মাঠের সাফল্যেই শুধু নয়, ব্যক্তিগত জীবনেও তাঁর নানা আনন্দের মুহূর্ত। সদ্য বাবা হয়েছেন লোকেশ রাহুল। যে কারণে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। পরের ম্যাচ থেকেই যোগ দেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সুপারস্টার লোকেশ রাহুলের আজ জন্মদিন। কিন্তু তার মধ্যেও কিছুটা যেন মনখারাপ! ছেলের সঙ্গে কথা বলা বন্ধ মায়ের! কী এমন করেছিলেন লোকেশ রাহুল?
দেশের অন্যতম সফল ক্রিকেটার লোকেশ রাহুল। দেশের জার্সিতে ক্যাপ্টেন্সিও করেছেন। তেমনই আইপিএলেও। দিল্লি ক্যাপিটালসেও তাঁকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও খোলা মনে খেলার ভাবনা থেকেই ক্যাপ্টেন্সি নেননি। কাগজে কলমে না হলেও মাঠে যে তিনি লিডার, সেটা বুঝিয়ে দিচ্ছেন পারফরম্যান্সেও। মায়ের সঙ্গে কথা বলা বন্ধের বিষয়টি অবশ্য অনেক আগের। সে সময় লোকেশ রাহুলের বয়স মাত্র ১৫ বছর।
ক্রিকেটের প্রতি রাহুলের টান ছেলেবেলা থেকেই। অথচ তাঁর বাবা-মা দু-জনেই শিক্ষা জগতের মানুষ। ছেলের ক্রিকেট খেলা নিয়ে আপত্তি না থাকলেও শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। এর প্রভাব যেন পড়াশোনায় না পড়ে। রাহুলকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, রেজাল্ট খারাপ হলে খেলা বন্ধ। বাবা-মায়ের এই শর্ত মেনে নিয়েছিলেন রাহুল। খেলা এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রেখেছিলেন। কিন্তু তারপরও মা কেন কথা বলা বন্ধ করেছিলেন রাহুলের সঙ্গে?
লোকেশ রাহুলের শরীরে বেশ কিছু ট্যাটু রয়েছে। কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের ভক্ত রাহুল। তাঁর ট্যাটু দেখেই রাহুলেরও এই ইচ্ছে জেগেছিল। কিন্তু বাড়তি জানতে পারলে যে সমস্যা হবে, সেই ভয়ও ছিল। কিন্তু ১৫ বছর বয়সে বাড়িতে না জানিয়েই ট্যাটু বানিয়েছিলেন। তা অবশ্য় লুকিয়ে রাখতে পারেননি। এই কারণেই রেগে গিয়েছিলেন তাঁর মা। এতটাই অভিমান হয়েছিল, ছেলের সঙ্গে কথা বলাই বন্ধ রেখেছিলেন দীর্ঘদিন।
