Earthquake: শক্তিশালী ৫.৮ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, থরথরিয়ে কাঁপল দিল্লি থেকে কাশ্মীর
Earthquake: শক্তিশালী এই ভূমিকম্পে আফগানিস্তান তো কেঁপে উঠেছেই, পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীর থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

কাবুল: সপ্তাহ শেষে ফের জোরাল ভূমিকম্প। আফগানিস্তান থেকে দিল্লি, জম্মুু-কাশ্মীর, কেঁপে উঠল বিভিন্ন প্রান্ত। শনিবার ভর দুপুরে ভূমিকম্প হল আফগানিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এর জেরেই কাঁপল ভারতও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প হয় আফগানিস্তানে। ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, জোরাল ভূমিকম্পে বড় ক্ষতির আশঙ্কাই করা হচ্ছে।
শক্তিশালী এই ভূমিকম্পে আফগানিস্তান তো কেঁপে উঠেছেই, পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীর থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
EQ of M: 3.1, On: 19/04/2025 13:21:09 IST, Lat: 33.11 N, Long: 75.96 E, Depth: 5 Km, Location: Doda, Jammu and Kashmir. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/FMrGacccF2
— National Center for Seismology (@NCS_Earthquake) April 19, 2025
প্রসঙ্গত, এর আগে বুধবারও ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫.৬। বাঘলান থেকে ১৬৪ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ওই দিন জম্মু-কাশ্মীরের কিস্তোয়ারেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।
উল্লেখ্য, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের উপরে আফগানিস্তান অবস্থিত হওয়ায়, সেখানে ঘনঘন ভূমিকম্প, ধস, বন্যা হয়। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা।

