AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: ইউনূসের বাংলাদেশে প্রতিদিন নিজেকে শেষ করে দিচ্ছেন ৪০ জন

Bangladesh Update: সোমবার ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য় তুলে ধরেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপরাধ) মহম্মদ আশরাফুল ইসলাম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, 'দেশের জেলাগুলির মধ্য়ে যশোরে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে।'

Bangladesh: ইউনূসের বাংলাদেশে প্রতিদিন নিজেকে শেষ করে দিচ্ছেন ৪০ জন
প্রতীকী ছবি Image Credit: AI Image
| Updated on: Dec 23, 2025 | 10:43 AM
Share

ঢাকা: প্রতিদিন নিজেদের শেষ করে দিচ্ছেন তাঁরা। বাড়ন্ত মানসিক চাপ, সামাজিক অবস্থান প্ররোচনা দিচ্ছে আত্মঘাতী হওয়ার। একটি পরিসংখ্য়ান অনুযায়ী, বাংলাদেশে প্রতিদিন নিজেদের শেষ করে দিচ্ছে ৪০ জন নাগরিক। আত্মহননকে বেছে নিচ্ছে তাঁরা। এর মধ্য়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য়ার ঘটনাই বেশি।

সোমবার ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে (আইসিডিডিআরবি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য় তুলে ধরেন পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপরাধ) মহম্মদ আশরাফুল ইসলাম। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘দেশের জেলাগুলির মধ্য়ে যশোরে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটছে।’

এই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়ই ছিল বাংলাদেশের আত্মহত্য়া প্রতিরোধ ব্যবস্থাপনা। সেই মর্মে একটি খসড়া রোডম্য়াপ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। সেই উপস্থাপনার সময় আইসিডিডিআরবি-র মানসিক স্বাস্থ্য প্রকল্পের সহকারী সমন্বয়ক মহম্মদ সোহেল শমীক বলেন, ‘২০২১ সালে বাংলাদেশে মোট আত্মহত্যার ঘটনা ঘটেছে ৪ হাজার ৭১৪টি। প্রতি এক লক্ষ মানুষের মধ্যে দেশে আত্মহত্যা করছেন প্রায় তিন জন।’

একই মত পুলিশকর্তাদেরও। আলোচনা সভায় বাংলাদেশ পুলিশের তুলে ধরা তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত — এই পাঁচ বছরে দেশে মোট ৭৩ হাজার ৫৯৭ জন মানুষ আত্মহত্যা করেছেন। বছর গড়ে আত্মহত্যার সংখ্যা ১৪ হাজার ৭১৯টি। সেই হিসাবে দৈনিক আত্মহত্যার সংখ্য়া ৪০টি। এমনকি, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১২ হাজার ৩৩৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। অর্থাৎ মাত্র ১০ মাসেই দৈনিক আত্মহত্যার সংখ্য়া ৪১টি। যা গতবছরগুলির তুলনায় বেশি।

কেন এই পরিস্থিতি?

স্বাভাবিক নিয়মেই মানসিক বিপর্যয়কেই দাগাচ্ছেন আলোচকরা। তাঁদের দাবি, আত্মহত্যার নেপথ্য়ে মানসিক ভারসাম্যহীনতা ও বিপর্যয় অনুঘটক হিসাবে কাজ করছে। অবশ্য, ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের বাড়ন্ত সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় — কিছুটা হলেও প্রভাব তৈরি করেছে। কিন্তু পরিসংখ্যানগত ভাবে তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।