Adani Green Energy: শেয়ার বাজারে আদানির ‘সবুজায়ন’! মালামাল হলেন বিনিয়োগকারীরা
Adani Green Energy: তাদের অনুমান, খুব শীঘ্রই সংস্থা আরও এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে। যার জেরে তাদের মোট উৎপাদনের ক্ষমতাকে পৌঁছে দেবে ১৫.২ গিগাওয়াটে।

কলকাতা: মঙ্গলে শেয়ার বাজার হল মঙ্গল। এদিন বাজার খুলতেই এক ঝটকায় দেড় হাজার পয়েন্ট বাড়ল সেনসেক্স। মোট ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এসে ঠেকল ৭৬ হাজার ৭৩৪ পয়েন্টে। একই ভাবে বাড়ল নিফটি ৫০ও। মঙ্গলে বাজার খুলতেই এই সূচক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে এসে ঠেকেছে ২৩ হাজার ৩২৮ পয়েন্টে।
এদিন সেনসেক্সের হাত ধরেই পালে হাওয়া পেয়েছে আদানির শেয়ারও। সূচক অনুযায়ী, মঙ্গলবার মোট ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে আদানি গ্রিন এনার্জি (Adani Green Energy)। এক দিনে প্রায় ৩৭ টাকা বেড়ে শেয়ারের দর এসে ঠেকেছে ৯৩১ টাকায়।
বিশেষজ্ঞরা বলছেন, আদানির পালে হাওয়া কিন্তু শুধুই সেনসেক্সের দৌলতেই পড়েনি। পড়েছে তাদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট দেখেও। সম্প্রতি, অর্থবর্ষের শেষ তিন মাসের রিপোর্ট প্রকাশ্য়ে এনেছে তারা। তারপরই বাজার খুলতেই গতি পেয়েছে গ্রিন এনার্জি।
কী কী সবুজ সংকেত রয়েছে রিপোর্টে?
আদানিদের দেওয়া তথ্য অনুযায়ী, অর্থবর্ষ ২০২৪-২৫ এ সংস্থার কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। তাদের অনুমান, খুব শীঘ্রই সংস্থা আরও এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হবে। যার জেরে তাদের মোট উৎপাদনের ক্ষমতাকে পৌঁছে দেবে ১৫.২ গিগাওয়াটে। সংস্থা সূত্রে খবর, এই সময়কালে তাদের বিক্রি বেড়েছে ২৮ শতাংশের কাছাকাছি। যার অর্থ প্রতিবছর ২৮ হাজার ইউনিট বাড়তি বিদ্যুৎ বিক্রি করছে আদানি গ্রিন এনার্জি। এছাড়াও, শেষ ত্রৈমাসিকে কোম্পানির সৌরবিদ্যুৎ খাতে দেখা গিয়েছে বিকাশ। তারা জানিয়েছে, এই সময়কালে তাদের সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিমাণ পৌঁছে গিয়েছে ২৪.৮ শতাংশ পর্যন্ত।





