Calcutta High Court: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court: শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলে রাজ্যের অসুবিধা নেই। তবে এই মামলা রাজনৈতিক স্বার্থে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার বর্তমান পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান।

কলকাতা: ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ যেসব জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ, সেখানে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই নির্দেশ দিল। আপাতত শুধু মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট। তবে রাজ্যের অন্য জায়গায় অশান্তি হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী যাবে। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্যের জন্য রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট।
ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত। সরকারি সম্পত্তি ভাঙচুর ও আগুন ধরানো হয়। এমনকি সুতির সুজার মোড়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় বলে জানান এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। রাজ্যের আবেদন মেনে কয়েক কোম্পানি বিএসএফও মোতায়েন করা হয়েছে।
তবে রাজ্য পুলিশ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই আবেদন করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চে শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি হয়।
এই খবরটিও পড়ুন




শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলে রাজ্যের অসুবিধা নেই। তবে এই মামলা রাজনৈতিক স্বার্থে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার বর্তমান পরিস্থিতির উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান। শেষপর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল বিশেষ বেঞ্চ।





