Calcutta High Court: অশান্ত মুর্শিদাবাদের জন্য কী কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?
Calcutta High Court: বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বলে, আইন-শৃঙ্খলা, শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে সিএপিএফ মোতায়েন করতে হবে। রাজ্যের অন্যত্র যদি অশান্তি হয়, সেখানেও বাহিনী মোতায়েন করতে হবে।

কলকাতা: উত্তপ্ত মুর্শিদাবাদে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শনিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক আবেদনের পরিস্থিতিতে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, রাজ্যের অন্য কোথাও উত্তপ্ত হলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্য পুলিশের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে আর কী কী বলল হাইকোর্টের বিশেষ বেঞ্চ?
ওয়াকফ আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। আগুন জ্বালানোও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ বলে দাবি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে গিয়ে কী কী বলল হাইকোর্ট?
এই খবরটিও পড়ুন




বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল বেঞ্চ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে বলে, আইন-শৃঙ্খলা, শান্তি বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে সিএপিএফ মোতায়েন করতে হবে। রাজ্যের অন্যত্র যদি অশান্তি হয়, সেখানেও বাহিনী মোতায়েন করতে হবে। বাহিনীকে সবরকম সহযোগিতা করতে হবে রাজ্যকে। কোথায় কত বাহিনী ও পুলিশ থাকবে তা দুই নোডাল অফিসার, এডিজি আইন-শৃঙ্খলা ও এডিজি সিআইএসএফ যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ১৭ এপ্রিল পৃথকভাবে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্য ও কেন্দ্রকে।
বিচারপতি সৌমেন সেন বলেন, এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। তিনি নির্দেশ দেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কড়া পদক্ষেপ করতে হবে।





