PBKS vs KKR Playing XI IPL 2025: চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বনাম চ্যাম্পিয়ন টিম! পঞ্জাবের ঘরের মাঠে ধুন্ধুমারের অপেক্ষা
PBKS vs KKR Preview: কলকাতা নাইট রাইডার্স বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আত্মবিশ্বাসের নিরিখে এগিয়ে থাকার কথা কলকাতা নাইট রাইডার্সের। যদিও আসল খেলাটা মাঠে হবে। সেখানে কেউ এগিয়ে বা পিছিয়ে থেকে নামে না।

চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বনাম চ্যাম্পিয়ন টিম। আর কী কী বলা যায়! পঞ্জাব কিংসের ঘরের মাঠে নানা লড়াইয়ের অপেক্ষা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্সের কাছে বিধ্বস্ত হয়েছে পঞ্জাব কিংস। অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্স বিশাল ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। আত্মবিশ্বাসের নিরিখে এগিয়ে থাকার কথা কলকাতা নাইট রাইডার্সের। যদিও আসল খেলাটা মাঠে হবে। সেখানে কেউ এগিয়ে বা পিছিয়ে থেকে নামে না।
পঞ্জাব কিংস বনাম কেকেআর ম্যাচকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন বনাম চ্যাম্পিয়ন টিমও। আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল। শ্রেয়স এ বার পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। সতীর্থরা এখন প্রতিপক্ষ। সেটা ম্যাচের ৪০ ওভারের জন্য হলেও। একে অপরকে টেক্কা দেওয়ারই চেষ্টা করবে। যদিও কেকেআরের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পঞ্জাব কিংস। অনির্দিষ্টকালের জন্য ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন।
দু-দল নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ফল হলেও কম্বিনেশনে বদলের সম্ভাবনা ক্ষীণ। যদিও পঞ্জাব কম্বিনেশন বদলাতে বাধ্য লকি ফার্গুসন না থাকায়। ওমরজাই কিংবা অ্যারন হার্ডির মধ্য়ে কোনও এক পেস বোলিং অলরাউন্ডারকে খেলানো হতে পারে। কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙবে না, এমন প্রত্য়াশা করা যায়। মুল্লানপুরের এই মাঠে বাউন্ডারি তুলনামূলক বড়। কেকেআরের তিন স্পিনারের স্ট্র্যাটেজি কাজে লাগতে পারে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, যশ ঠাকুর
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: কুইন্টন ডিকক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী





