Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ১৪ বছর ধরে খালি পায়ে হেঁটে অবশেষে ইচ্ছাপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা রামপালের

PM Modi: প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'আজ আমার হরিয়ানার যমুনানগরের কৈথালের রামপাল কাশ্যপজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে।'

PM Modi: ১৪ বছর ধরে খালি পায়ে হেঁটে অবশেষে ইচ্ছাপূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা রামপালের
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 8:09 PM

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত তথা সমর্থকের সংখ্যা অনেক। এবার হরিয়ানা সফরে গিয়ে তেমনই এক ভক্তের সঙ্গে দেখা হল প্রধানমন্ত্রীর। কৈথালের রামপাল কাশ্যপের সঙ্গে দেখা করলেন তিনি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ও তাঁর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত রামপাল কাশ্যপ ১৪ বছর ধরে খালি পায়ে হেঁটেছেন। তাঁর সঙ্গেই দেখা করলেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী তাঁকে দেখে বলেন, “আরে তুমি এটা কেন করলে? তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ?” আসলে, কৈথালের রামপাল কাশ্যপ ১৪ বছর আগে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন এবং তাঁর সঙ্গে দেখা হয়, ততক্ষণ তিনি জুতো পরবেন না। ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হন কিন্তু দেখা হয়নি। তাই সংকল্পে অটল ছিলেন তিনি।

সোমবার, আম্বেদকর জয়ন্তী উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদী তাঁর হরিয়ানা সফরের দ্বিতীয় গন্তব্য যমুনানগরে পৌঁছন। সেখানেই রামপাল কাশ্যপের ১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। প্রধানমন্ত্রী রামপাল কাশ্যপের সঙ্গে দেখা করেন। এক জোড়া নতুন জুতোও উপহার দেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘আজ আমার হরিয়ানার যমুনানগরের কৈথালের রামপাল কাশ্যপজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে।’

প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, “আমি অনুরোধ করছি কেউ এই ধরণের সংকল্প না করে সমাজের জন্য বা জাতীয় কাজ করার অঙ্গীকার করা উচিত।”

রামপাল কাশ্যপ কৈথাল জেলার খেদি গুলাম আলি গ্রামের বাসিন্দা। তিনি বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান। এর আগে তিনি বিভাগীয় সভাপতিও ছিলেন। রামপাল কাশ্যপ গত ১৪ বছর ধরে খালি পায়ে হাঁটছেন। রামপাল কাশ্যপ পেশায় একজন শ্রমিক। স্ত্রী ছাড়াও তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। রামপাল কাশ্যপের বয়স বর্তমানে ৫৫ বছর।